নোভিয়া ও অরণ্যের সাত পাকের জীবন
|| রাইজিংবিডি.কম
রুমি নোভিয়া
কাফি আমান
ঢাকা, ৬ অক্টোবর: প্রথমবারের মত মিউজিক ভিডিওতে কাজ করলেন আইটেম গার্ল খ্যাত মডেল রুমি নোভিয়া।
শিল্পী রাকিব মোসাব্বির ও ফারাবির গাওয়া ‘না হয় আমার সাথে বাঁধলে তোমার সাত পাকের জীবন’ শিরোনামের এ গানটিতে কাজ করেছেন তিনি।
অরণ্য পাশার লেখা ইনসেপশন মিডিয়া প্রযোজিত এ গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাশেদ রাহা।
মিউজিক ভিডিওটিতে কাজ করা সম্পর্কে নোভিয়া বললেন, ‘আমি বেশি কাজ করি নি। একটি আইটেম গান করার পর অনেক কাজের প্রস্তাব এসেছে। বিশেষ করে মিউজিক ভিডিওর। সবসময় মিউজিক ভিডির ব্যাপারে না করেছি। কিন্তু সাত পাকের জীবন গানটা শুনে মগ্ধ হয়ে যাই। ভিডিওর পুরো গল্প শুনে ভালো লাগার কারণে কাজটি করেছি। টানা ৪দিন শুটিং করি মিউজিক ভিডিওর জন্য। একদিন ছিল শুধু বিয়ের আয়োজন। এর লোকেশনগুলোও চমৎকার ছিলো।
বিশেষ করে, পুরান ঢাকা, শ্রী চৈতন্য আশ্রম, রাধাগোবিন্দ জিউ মন্দির, শাঁখারী বাজারে কাজ করাটা আমার স্মরণীয় হয়ে থাকবে। সনাতন ধর্মাবল্বীদের জন্য গানটা স্পেশাল হলেও আশা করি সবার ভালো লাগবে।
নোভিয়ার সাথে মডেল হয়েছেন সাংবাদিক ও লেখক অরণ্য পাশা। পূজা ও ঈদ উপলক্ষে এ মিউজিক ভিডিও বেশ কিছু চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
রাইজিংবিডি/কেএস
রাইজিংবিডি.কম