ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভুতুড়ে বিদ্যুৎ বিলে হতবাক জয়া

প্রকাশিত: ০৭:২৯, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভুতুড়ে বিদ্যুৎ বিলে হতবাক জয়া

জয়া আহসান

করোনার কারণে দীর্ঘ তিন মাস ধরে ঘরবন্দি রয়েছেন অনেকে। এর মধ্যে অনেকের বাসায় আকাশচুম্বী বিদ্যুৎ বিল এসেছে। এমন ভুতুড়ে বিদ্যুৎ বিল দেখে চোখ কপালে উঠেছে গ্রাহকদের। এ তালিকায় রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও।

তার বাসার বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫ শত টাকা। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন এই অভিনেত্রী। এ নিয়ে জয়া আহসান তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। এতে তিনি লিখেন—বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কীভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেওয়ার।

বিষয়টি নিয়ে জয়া আহসান বলেন—এর আগেও ১৬ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছিল। নরমালি আমার বিল আসে ৫-৭ হাজার টাকা। এবার এত বেশি আসছে কেন তা বুঝতে পারছি না।

গ্ল্যামার আর অভিনয় গুণে অনেক আগেই দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ওপার বাংলাতেও অভিনয়ের সুখ্যাতি ছড়িয়েছেন জয়া। সেখানেও পেয়েছেন নানা সম্মাননা। দুই বাংলাতে সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়