RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৫ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১১ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

প্রেম কোনো বাধা মানে না: ইশান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩০, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রেম কোনো বাধা মানে না: ইশান

নির্মাতা মিরা নায়ার পরিচালিত বিবিসি টেলিভিশন সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’। এতে উঠতি অভিনেতা ইশান কাট্টার ও অভিনেত্রী টাবুর অসম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। 

টিভি সিরিজটি এবার নেটফ্লিক্সেও দেখা যাবে। তথ্যটি জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ইশান লিখেছেন, ‘প্রেম কোনো বাধা মানে না, শুধু হয়ে যায়। মন ও সাইদার গল্পসহ অনেক কিছু নিয়ে খুব শিগগির নেটফ্লিক্সে আসছে অ্যা সুইটেবল বয়।’

এতে মান নামে এক রাজনীতিবিদের ছেলের চরিত্রে অভিনয় করছেন ইশান, যিনি সাইদা নামে এক বাইজির প্রেমে পড়ে। এ প্রসঙ্গে এক বিবৃতিতে ইশান বলেন, ‘অ্যা সুইটেবল বয় আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা এবং এটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। মান আমার কাছে খুবই মজার একটি চরিত্র এবং পর্দায় এটি রূপায়ন করতে পেরে আমি খুবই আনন্দিত।’

ছয় পর্বের এই সিরিজে আরো অভিনয় করছেন বিজয় শর্মা, রাশিকা দুগ্গাল, রাম কাপুর, নমিত কৌর, ভিভান শাহ প্রমুখ।

সিরিজটিতে টাবুর সঙ্গে ইশানের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এই দৃশ্যগুলোর শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এই অভিনেতা একটি টক শোয়ে বলেন, ‘আমার বিপরীতে ছিলেন টাবু। সেটাই অর্ধেক কাজ করে দিয়েছে।’

‘অ্যা সুইটেবল বয়’ ছাড়াও ‘খালি পিলি’ সিনেমায় অভিনয় করছেন ইশান। এতে তার বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়