ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘থ্যাংক ইউ বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘থ্যাংক ইউ বাংলাদেশ’

করোনা সংক্রমণে হাপিয়ে উঠেছে বিশ্ব। প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। করোনা থেকে বাঁচতে দীর্ঘদিন ঘরবন্দি মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ঝুলছে তালা। কাজের অভাবে অনেকেই অসহায় দিন কাটাচ্ছেন।

এদিকে করোনা নিয়ে ‘থ্যাংক ইউ বাংলাদেশ’ শিরোনামে দেশাত্মবোধক একটি গানে কণ্ঠ দিলেন দেশ বরেণ্য শিল্পীরা। গানটিতে কণ্ঠ দিয়েছেন—কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কাকলী, কাজী শুভ ও মো. আশরাফুল আলম সুজন।

গানটির সংগীত পরিচালনা করেছেন সাজেদুর সাহেদ। গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। এটি পরিচালনা করেছেন এ. বি. এম. এহসানুজ্জামান অভি। খুব শিগগির বাংলা টিভির পর্দায় ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

সংগীত পরিচালক সাজেদুর সাহেদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, করোনা থেকে মুক্ত হয়ে আবারো বাংলা তার স্বরূপে খুব তাড়াতাড়ি ফিরবে। তাদের এই অসীম অবদানের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এটির নাম থ্যাংক ইউ বাংলাদেশ। এই প্রজেক্টে চারটি দেশাত্ববোধক গানকে নতুনভাবে সাজানো হয়েছে।’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়