RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৪ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

শুটিংয়ে ফিরলেন পূজা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২০
শুটিংয়ে ফিরলেন পূজা

দীর্ঘদিন বন্ধ থাকার পর সিনেমার শুটিং শুরু হয়েছে। বিরতি ভেঙে ইতোমধ্যে অনেকে কাজে ফিরেছেন। এবার শুটিংয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে।

সম্প্রতি ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন পূজা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ক্রুদের সঙ্গে ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। এতে উৎফুল্ল পূজার সঙ্গে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরা দু’জন মেকআপ আর্টিস্টকে দেখা গেছে। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী বলেন, ‘দলের সবাই একত্রে ফিরেছে। মোস্ট এলিজিবল ব্যাচেলর সিনেমার গ্ল্যামার স্কোয়াড।’ 

তেলেগু ভাষার সিনেমা ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। এতে পূজার বিপরীতে অভিনয় করছেন অখিল আক্কিনেনি। এটি পরিচালনা করছেন ভাস্কর। ‘পোঙ্গাল’ উৎসব উপলক্ষে আগামী জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। 

এদিকে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ ছাড়াও প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন পূজা। গত মার্চে জর্জিয়ায় সিনেমাটির শুটিং হয়। এরপর করোনা মহামারির কারণে তা বন্ধ হয়ে যায়। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার। 

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়