RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৩ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৮ ১৪২৭ ||  ০৬ রবিউল আউয়াল ১৪৪২

গুলশানের চামেলী’র পোস্টারে নির্যাতিত নারীর প্রতিচ্ছবি

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:১০, ২১ সেপ্টেম্বর ২০২০
গুলশানের চামেলী’র পোস্টারে নির্যাতিত নারীর প্রতিচ্ছবি

‘গুলশানের চামেলী’ সিনেমার পোস্টার

চেয়ারের সঙ্গে এক অর্ধনগ্ন নারীকে বেঁধে রাখা হয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত বলছে, তাকে নির্যাতন করা হয়েছে। সৈকত নাসির পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমার পোস্টারে এমন দৃশ্য দেখা যায়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে এ পোস্টার প্রকাশ করেন নির্মাতা।

সিনেমাটি প্রযোজনা করছেন মোহাম্মদ ইকবাল। সিনেমা প্রসঙ্গে ইকবাল রাইজিংবিডিকে বলেন, ‘গুলশানের চামেলী’ সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে। এর নায়িকা এখনো ঠিক করা হয়নি। তবে জয়া আহসান ও স্বস্তিকার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করানো হয়নি। খুব শিগগির এতে চুক্তি করানো হবে।

‘দেশা দ্য লিডার’ খ্যাত পরিচালক সৈকত নাসির রাইজিংবিডিকে বলেন, ‘গুলশানের চামেলী’ সিনেমার শুটিং জানুয়ারি থেকে শুরু করবো। এর মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শেষ করবো। পতিতার জীবনের গল্প সিনেমাটিতে ফুটিয়ে তোলা হবে। যে বিনা অপরাধে শাস্তি পায়। যিনি হবেন এই সিনেমার নায়ক আবার খলনায়ক। সবচেয়ে বড় কথা এ সিনেমায় কোনো নায়ক নেই! নায়িকা প্রধান গল্পের সিনেমা এটি। এর চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু্।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়