ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

বিয়ের তারিখ জানালেন কাজল আগরওয়াল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:১৩, ৬ অক্টোবর ২০২০
বিয়ের তারিখ জানালেন কাজল আগরওয়াল

বিয়ে করছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিয়ের তারিখ জানিয়ে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন কাজল। তিনি লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩০ অক্টোবর, ২০২০ মুম্বাইয়ে পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে ছোট পরিসরে গৌতম কিচলুকে বিয়ে করব। এই মহামারি আমাদের আনন্দটা কিছুটা ম্লান করেছে, তবে আমরা নতুন জীবন শুরু করতে পারছি এবং এজন্য আপনাদের উৎসাহ পাচ্ছি তাই খুবই উচ্ছ্বসিত।’

বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘এতদিন আমাকে যে ভালোবাসা দিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ এবং নতুন এই পথচলায় আপনাদের আশীর্বাদ চাই। এতদিন আমার দর্শকদের যেভাবে বিনোদন দিয়ে এসেছি তা চালিয়ে যাব এবং এখন তা করব নতুন উদ্যোমে। আপনাদের অফুরন্ত ভালোবাসার জন্য ধন্যবাদ।’

জানা গেছে, মুম্বাইয়ের চার্চ গেটের কাছে কাজলের বাড়ির কাছাকাছি একটি পাঁচতারা হোটেলে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়