ঢাকা     রোববার   ১০ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৬ ১৪৩১

সমুদ্রতীরে নেচে ভাইরাল নোরা (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ৮ অক্টোবর ২০২০   আপডেট: ১২:১৩, ৮ অক্টোবর ২০২০
সমুদ্রতীরে নেচে ভাইরাল নোরা (ভিডিও)

অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’সহ বেশ কিছু গানে কোমর দুলিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন।

বর্তমানে ভারতের পর্যটন নগরী গোয়াতে ছুটি কাটাচ্ছেন নোরা। বুধবার (৭ অক্টোবর) সেখানে সমুদ্রতীরে তার একটি নাচের ভিডিও ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই মরোক্কান-কানাডিয়ান সুন্দরী। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তা রীতিমতো ভাইরাল।

এতে নোরার সাথে একজন পুরুষকে দেখা গেছে। তিনি মেকআপ স্টাইলিশ মার্সি পেড্রোজো।

আরো পড়ুন:

নোরা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। এটি পরিচালনা করেছেন রেমো ডিসুজা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর।

এছাড়া সম্প্রতি নাচের রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’-এ দেখা যায় নোরাকে। অনুষ্ঠানে গীতা কাপুর ও টেরেস লুইসের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। এতে করোনা আক্রান্ত মালাইকা আরোরার পরিবর্তে কয়েকদিনের জন্য হাজির হয়েছিলেন নোরা।

দেখুন: নোরার নাচের ভিডিও

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়