ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংগীতশিল্পী আবদুল আলীমের স্ত্রী আর নেই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১৩ অক্টোবর ২০২০   আপডেট: ১২:২৮, ১৩ অক্টোবর ২০২০
সংগীতশিল্পী আবদুল আলীমের স্ত্রী আর নেই

মায়ের পাশে কণ্ঠশিল্পী নূরজাহান আলীম

কালজয়ী সংগীতশিল্পী আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম আর নেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আড়াইটায় নগরীর রামপুরার ইয়ামাগাতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন আবদুল আলীমের ছোট মেয়ের জামাই হিসান খান বাবু।

আরো পড়ুন:

করোনা সংকট শুরুর দিকে স্ট্রোক করেন জমিলা আলীম। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। স্ট্রোক করার পর করোনার কারণে সুবিধামতো হাসপাতালে ভর্তি করাতে হিমশিম খাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। পরবর্তী ইয়ামাগাতা হাসপাতালে ভর্তি করানো হয় জমিলা আলীমকে।

নূরজাহান আলীমের বর হিসান খান বাবু বলেন—ইয়ামাগাতা হাসপাতালে চিকিৎসা চলছিল। এর আগে আইসিইউতে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে নিয়ে আসা হয়। মাঝে বাসায়ও নিয়ে এসেছিলাম। কিন্তু এরপর আবার শারীরিক অবস্থার অবনতি হলে একই হাসপাতালে ভর্তি করি। গত দুদিন ধরে শারীরিক অবস্থা বেশি খারাপ হয়। গত পরশু (১২ অক্টোবর) দিন লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সোমবার রাতে কোনো রেসপন্স পাওয়া যায়নি।

আজ (১৩ অক্টোবর) সকালে জমিলা আলীমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে খিলগাও জামে মসজিদে। জমিলা আলীমের মরদেহ নিয়ে দোহারের উদ্দেশ্যে রওনা হয়েছেন তার স্বজনেরা। দোহারের সুতার পাড়ায় জমিলা আলীমের বাবার বাড়ি। আজ বাদ জোহর জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

আবদুল আলীম লোক সংগীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে যান। যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল। ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান তিনি। আবদুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান রয়েছে। তাদের মধ্যে জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম সংগীত শিল্পী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়