ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৪ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৪৪, ১৪ অক্টোবর ২০২০
অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে মামলা

বিতর্ক ও কঙ্গনা রাণৌত যেন ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন বিষয়ে মন্তব্য করে প্রায়ই আলোচনায় আসেন এই বলিউড অভিনেত্রী।

কিছুদিন আগে ভারতের বিতর্কিত কৃষি বিলের বিরোধিতা করায় কৃষকদের লক্ষ্য করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট করেছিলেন ‘কুইন’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। এই ঘটনার সোমবার (১২ অক্টোবর) তার বিরুদ্ধে কর্ণাটকের টুমাকুরু জেলার একটি থানায় মামলা দায়ের হয়েছে।

এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৮, ১৫৩ (এ) ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়।

কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ করেছেন আইনজীবী রমেশ নায়েক। তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর এই অভিনেত্রীর টুইট তাকে মর্মাহত করেছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশকে মামলা দায়ের করতে গত ৯ অক্টোবর নির্দেশ দিয়েছেন টুমাকুরুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালত।

টুইটে কঙ্গনা লিখেছিলেন, ‘যারা সিএএ (নাগরিক সংশোধনী আইন) নিয়ে ভুল তথ্য ও গুজব রটিয়েছিলেন, যার ফলে দাঙ্গা হয়েছিল, সেই মানুষগুলোই এখন কৃষি বিল নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন, যার ফলে দেশে দাঙ্গা হচ্ছে, তারা সন্ত্রাসবাদী। আপনারা ভালো করেই বুঝতে পারছেন, আমি কী বলতে চাইছি। কিন্তু ভুল তথ্য ছড়াতে পছন্দ করছেন।’

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়