RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০১ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৭ ১৪২৭ ||  ১৩ রবিউস সানি ১৪৪২

‘কেউ কেউ বলাবলি করছিলেন, দরজা ভেঙে ফেলো’

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৩৩, ২৬ অক্টোবর ২০২০

উলুধ্বনি ও ঢাকের তালে মুখর প্রতিটি পূজামণ্ডপ। দুর্গাপূজা উপলক্ষে রাইজিংবিডির বিশেষ আয়োজন ‘রাইজিংবিডি স্পেশাল’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরি।

সাক্ষাৎকারভিত্তিক ফেসবুক লাইভ অনুষ্ঠানটিতে পূজার পরিকল্পনাসহ চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন চিত্রনায়িকা পূজা চেরি। এবারের পূজা প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘করোনার কারণে বিশেষ কিছু করছি না। ঘরে বসেই কাটছে পূজার দিনগুলো।’

পূজার রেসিপি কী কী শিখেছেন? জানতে চাইলে পূজা চেরি বলেন, ‘নাড়ু তৈরি করা খুব একটা শিখে উঠতে পারিনি। কিন্তু খেতে পারি ভালো। তবে আমার মা খুব ভালো বানাতে পারেন। মায়ের হাতের নাড়ু আমার খুব পছন্দ।’

নায়িকা হওয়ার পরেও পূজা মণ্ডপে ঘুরতে গিয়েছেন পূজা। এসময় নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সেই অভিজ্ঞতা জানিয়ে পূজা বলেন, ‘নায়িকা হওয়ার পরও পূজা মণ্ডপে ঘুরতে বের হয়েছি। দর্শক দেখে প্রথমে একটু দ্বিধায় পড়ে যান, এটা কি পূজা? এর পরে নিশ্চিত হয়ে সেলফি তুলতে এগিয়ে আসেন। গত বছর দেশের বাড়ি গিয়েছিলাম। আমাদের বাড়িতে পূজার অনেক বড় আয়োজন করা হয়। পূজার সময় দেবীর সামনে বসে থাকতে, দেবী দেখতে ভালো লাগে। কিন্তু গত বছর এটা আমার দেখার ভাগ্য হয়নি। কারণ আমাদের গ্রামের বাড়িতে যত মানুষ আছে সবাই আমাকে দেখতে চলে এসেছিলেন। আমি বাইরে বের হতে পারছিলাম না। এদিকে বাইরে হট্টগোল। কেউ কেউ বলাবলি করছিলেন, দরজা ভেঙে ফেলো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু মনে মনে ভালোও লাগছিল। আমাকে দেখতে এত মানুষ এসেছেন! এর পরে আমি বের হই। সবাইকে উদ্দেশ্য করে বলি, দরজা ভাঙার দরকার নেই। এর পর সবার সঙ্গে দেখা করি। অনেকেই সেলফি তুলেছেন। এটা ছিল আমার অন্যরকম অভিজ্ঞতা।’

রাহাত সাইফুলের উপস্থাপনায় ‘রাইজিংবিডি স্পেশাল’ অনুষ্ঠানটি শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টায় রাইজিংবিডির ফেসবুক পেজ www.facebook.com/risingbd24com থেকে সম্প্রচারিত হয়েছে।

পূজা চেরি শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে এসেছেন। নায়িকা হিসেবে অভিষেক সিনেমা দিয়েই দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়