ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মোশাররফ করিমের মায়ার জালে পায়েল

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১০ নভেম্বর ২০২০  
মোশাররফ করিমের মায়ার জালে পায়েল

সহজ-সরল জামিলের সঙ্গে বিয়ে হয় পাশের গ্রামের মায়ার। বেশ সুখেই চলছিল এই নব দম্পতির সংসার। মায়ার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়, এতে তিনি এ প্লাস পান। জামিল চান, তার স্ত্রী গ্রামের কলেজে ভর্তি হোক। কিন্তু মায়ার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। অন্যদিকে জামিলের মা চান, মায়া আর পড়াশোনাই না করুক।

এ নিয়ে মায়া মন খারাপ করে। জামিল মাকে বুঝিয়ে মায়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান। সেখানে মায়ার বন্ধুত্ব হয় নাঈমের সঙ্গে। বন্ধুত্ব মায়ার অজান্তেই পরিণত হয় ভালোবাসায়। এরপর শুরু হয় নানা জটিলতা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়ার জালে’।

স্নেহাশিস ঘোষ রচিত এ নাটক পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। এতে জামিল ও মায়া চরিত্রে অভিনয় করেছেন—মোশাররফ করিম, কেয়া পায়েল। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সুজন হাবিব, এ. কে. আজাদ সেতু, আনোয়ার হোসেন, রেজা শাহীন প্রমুখ।

কেয়া পায়েল বলেন, অসাধারণ গল্পের নাটক ‘মায়ার জালে’। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও হয়েছে। তিনি অনেক হেল্পফুল। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ নাটক মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়