ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চায়নিজ ভাষা শিখলেন শতাব্দী

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
চায়নিজ ভাষা শিখলেন শতাব্দী

রাইজিংবিডি২৪.কম:

অভিনয়ের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় শিল্পীদের। তেমনি একটি নাটকের জন্য চায়নিজ ভাষা শিখলেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। ‘চাইনিজ ডিগ্রি’ নামে নাটকের জন্য তিনি চায়না ভাষা শিখলেন।

নাটকটির রচনা ও পরিচালনায় আছেন জীবন শাহাদাৎ। ২৮ নভেম্বর থেকে ঢাকার আজিমপুরে এর শুটিং শুরু হবে। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মৌসুমী হামিদ, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে পুরান ঢাকার চাউলের ব্যবসায়ী মৃত হাজী আজমল বেপারীর ছোট ছেলে সেলিম বেপারী ওরফে সেলিম খান জ্ঞান অর্জণের জন্য চীন দেশে যাবার উদ্যোগ নেয়। কিন্তু চীন গেলে তো সেখানের ভাষা শিখতে হবে। এই চীন সফরে যাওয়া এবং চীনা ভাষা শেখাকে কেন্দ্র করেই নাটকের গল্প এগিয়ে যাবে। এ নাটকে সেলিম খানের চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়