RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০১ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৭ ১৪২৭ ||  ১৪ রবিউস সানি ১৪৪২

প্রযোজকের বিরুদ্ধে অভিনেত্রীর হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২২ নভেম্বর ২০২০  
প্রযোজকের বিরুদ্ধে অভিনেত্রীর হেনস্তার অভিযোগ

রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত মডেল-অভিনেত্রী মান্দানা কারিমি। তার পরবর্তী সিনেমার প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন ইরানিয়ান বংশোদ্ভূত এই বলিউড অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মান্দানা দাবি করেছেন, শুটিংয়ের শেষ দিন তার ভ্যানিটি ভ্যানে এসে হেনস্তা করেছেন তার ‘কোলা কোলা’ সিনেমার প্রযোজক মহেন্দ্র ধারিওয়াল।  

মান্দানা কারিমি বলেন, ‘সিনেমার সেটে কোনো পরিচালক অথবা সহকারী ছিল না। শুধু কোরিওগ্রাফার ছিলেন। একজন স্টাইলিশ এবং প্রযোজক শুটিং শুরু করতেন। ভারতে আমার নয় বছরের অভিনয় ক্যারিয়ারে এমন অদ্ভুত কাজ করিনি। তিনি ও তার ছেলে সেটে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন এবং আমাকে নাম ধরেও ডেকেছেন। একজন শিল্পী ও নারীর সঙ্গে কী ব্যবহার করতে হয় তা তারা জানেন না।’

তবে প্রযোজক ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, ‘আমরা মান্দানাকে ৭ লাখ রুপিতে চুক্তিবদ্ধ করেছিলাম। কিন্তু শুটিং শুরুর পর তিনি নানা বাহানা করতে শুরু করেন। যখন আমরা দিল্লিতে শুটিং শুরু করলাম, তিনি আমাদের সঙ্গে না গিয়ে আরো ২ লাখ রুপি দাবি করেন। লকডাউনের পর যখন তার কাছে শিডিউল চাইলাম তিনি ব্যবস্তার অজুহাত দেখালেন। নতুন শিডিউলের জন্য তিনি আরো ২ লাখ রুপি দাবি করেন। তিনি অগ্রিমঅর্থ চেয়েছিলেন এবং আমি সেটিও দিয়েছি।’

এই অভিনেত্রীর অভিযোগ প্রসঙ্গে মহেন্দ্র বলেন, ‘তাকে বলেছিলাম, যদি পরেরদিন শুটিং করতে হয় আমার ক্ষতি হবে। কিন্তু তিনি শুটিং করতে রাজি নন। তাকে উদ্দেশ্য করে চিৎকার করেছিলাম কারণ তিনি ব্যাগ গোছাতে শুরু করেন। আমি ১০-১৫ সেকেন্ড তার ভ্যানে ছিলাম। প্রবেশের আগে নক করেছিলাম এবং তিনি ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। বাইরে মানুষ দাঁড়িয়ে ছিল। আমি তার কাছে বাড়তি ১৫ মিনিট চেয়েছিলাম। কিন্তু যখন তিনি রাজি হননি আমি রেগে গিয়েছিলাম। পরবর্তী সময়ে তিনি শুটিং সেটে এসে আমার ভিডিও তৈরি করে। সেটে অনেক মানুষ ছিল তারা বলতে পারবেন আমি তাকে কী বলেছিলাম।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়