RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৪ ১৪২৭ ||  ০৩ জমাদিউস সানি ১৪৪২

নেট দুনিয়ায় অভিনয় দ্যুতি ছড়াচ্ছেন আলী যাকের (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:২৩, ২৭ নভেম্বর ২০২০

দীর্ঘ চার বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে হার মেনেছেন বরেণ্য অভিনেতা আলী যাকের। করোনা সংকটের শুরু থেকে ঘরবন্দি ছিলেন তিনি। অভিনয়ের প্রতি তার গভীর টান এই সংকট ও শারীরিক অসুস্থতাও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কারণ ঘরবন্দি দিনেও ঘরে বসেই ক্যামেরার সামনে বসেন এই শিল্পী।   

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর গত ২৬ মে ঐতিহাসিক কাব্যনাটক ‘নূরলদীনের সারাজীবন’ কণ্ঠে আর অভিনয়ে তুলেন আলী যাকের। আর  ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন আলী যাকেরের পুত্র ইরেশ যাকের। সেই ভিডিওটি নতুন করে নেট দুনিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছে।

এতে দেখা যায়—শারীরিকভাবে অসুস্থ হলেও আলী যাকেরের অভিনয় শক্তির এতটুকুও ভাটা পড়েনি। বরং কৃষকের ওপর শোষণ-নির্যাতন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া নূরলদীন হয়েই ফ্রেমবন্দি হয়েছেন তিনি।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য ‘নূরলদীনের সারাজীবন’। ১৯৮১ সালের শেষ দিকে নাটকটি রচনা করেন তিনি। ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর মহিলা সমিতি মঞ্চে নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। অভিনয়ের পাশাপাশি এটি নির্দেশনাও দেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়