ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৈশক্লাবে গ্রেপ্তার প্রসঙ্গে হৃতিকের সাবেক স্ত্রীর বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১২:৩২, ২৩ ডিসেম্বর ২০২০
নৈশক্লাবে গ্রেপ্তার প্রসঙ্গে হৃতিকের সাবেক স্ত্রীর বক্তব্য

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভারতীয় মিডিয়ায় খবর প্রকাশ পায়, করোনা মহামারির রাত্রিকালীন কারফিউ উপেক্ষা করে পার্টি করায় গ্রেপ্তার হয়েছেন এই ফ্যাশন ডিজাইনার।

তবে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বিষয়টি খোলাসা করেছেন সুজান। তিনি লিখেছেন, ‘গত রাতে আমার ঘনিষ্ঠ এক বন্ধুর জন্মদিনের নৈশভোজ পার্টি ছিল। এরপর আমরা কয়েকজন জেডাব্লিউ ম্যারিয়টে ড্রাগন ফ্লাই ক্লাবে গিয়েছিলাম। রাত আড়াইটার দিকে প্রশাসনের কর্মকর্তারা ক্লাবে প্রবেশ করে। তাদের সঙ্গে ক্লাব ম্যানেজমেন্ট যখন আলোচনা করছিল, অতিথিদের সেখানে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে অনুরোধ করা হয়। সকাল ৬টার দিকে আমরা বের হওয়ার অনুমতি পাই। কিছু মিডিয়া গ্রেপ্তার হওয়ার যে খবর প্রকাশ করছেন তা মিথ্যা এবং দায়িত্বজ্ঞানহীন।’

আরো পড়ুন:

তিনি আরো লিখেছেন, ‘কেন আমাদের অপেক্ষা করতে বলা হলো এবং প্রশাসনের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের কী ঝামেলা ছিল তা আমি বুঝতে পারছি না। এই বিবৃতির মাধ্যমে আমার বক্তব্য প্রদান করছি। মুম্বাই পুলিশের প্রতি আমার সম্মান রয়েছে এবং তারা আমাদের মুম্বাইবাসীকে সুরক্ষিত রাখতে নিঃস্বার্থভাবে কাজ করছেন। জনকল্যাণে তাদের প্রচেষ্টার করাণে আমরা সুরক্ষিত আছি।’

এর আগে ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, সোমবার (২১ ডিসেস্বর) দিবাগত রাতে মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত ড্রাগনফ্লাই ক্লাবে অভিযান চালায় পুলিশ। করোনা মহামারির এই সময়ে মহারাষ্ট্র সরকারের রাত্রিকালীন কারফিউ উপেক্ষা করে সেখানে পার্টি চলছিল। রাত আড়াইটার দিকে এই অভিযান চালিয়ে সুজান খান, গুরু রান্ধওয়াসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। যদিও পরবর্তী সময়ে এই তারকারা জামিনে ছাড়া পান।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়