Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৮ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৫ ১৪২৮ ||  ০৫ রমজান ১৪৪২

করোনামুক্ত রাকুল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:৪০, ২৯ ডিসেম্বর ২০২০
করোনামুক্ত রাকুল

করোনামুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তথ্যটি জানিয়েছেন এই ভারতীয় অভিনেত্রী।

রাকুল লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছি। এখন সম্পূর্ণ ভালো আছি। আপনাদের শুভকামনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। ২০২১ সাল সুস্থ ও ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করতে চাই। বি.দ্র. দায়িত্বশীল হন, মাস্ক পরুন ও সতর্কতা অবলম্বন করুন।’

অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমার শুটিং করছিলেন রাকুল। গত ২২ ডিসেম্বর তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানান। ইনস্টাগ্রামে ‘দে দে পেয়ার দে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। আমি ভালো আছি এবং বিশ্রাম নিচ্ছি যেন, খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরতে পারি। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে দয়াকরে টেস্ট করাবেন। ধন্যবাদ এবং নিরাপদ থাকবেন।’

বর্তমানে রাকুলের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। জন আব্রাহামের বিপরীতে ‘অ্যাটাক’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অর্জুন কাপুরের বিপরীতে ‘চালে চালো’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি তামিল ভাষার ‘আয়ালান’ ও ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন রাকুল।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়