ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আজও দাদুর কবরের পাশে গিয়েছিল লুবাবা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ২৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ২০:৪৫, ২৯ ডিসেম্বর ২০২০
আজও দাদুর কবরের পাশে গিয়েছিল লুবাবা

মায়ের পাশে সিমরিন লুবাবা

বরেণ্য অভিনেতা আব্দুল কাদের অসুস্থ হওয়ার পর থেকেই তার পিছু ছাড়ছিল না নাতনি সিমরিন লুবাবা। গত ২৬ ডিসেম্বর না ফেরার দেশে চলে যাওয়ার পর এ অভিনেতার মরদেহ যেখানে নেওয়া হয়েছে সেখানেই গিয়েছে তৃতীয় শ্রেণি পড়ুয়া লুবাবা। আজও (২৯ ডিসেম্বর) লুবাবা তার দাদুর কবরের পাশে গিয়েছিল।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাদ মাগরিব রাইজিংবিডির সঙ্গে কথা বলে লুবাবা। এই শিশুশিল্পী বলে—‘আমরা এখন দাদুর কবরের ওখানে যাচ্ছি। আমি, মাম্মা, বাবা, দাদা (আব্দুল কাদেরের স্ত্রী) ও ভাইয়া যাচ্ছি।’ এ সময় কথা হয় লুবাবার মা জাহিদা ইসলামের সঙ্গে। তিনি বলেন—‘লুবাবা এখনো ওর দাদুর জন্য কান্নাকাটি করে। মন খারাপ করে থাকে। আপনারা সবাই বাবার (আব্দুল কাদের) জন্য দোয়া করবেন।’

আব্দুল কাদেরের ক্যানসারের খবর প্রথম শোনার পর চিৎকার করে কেঁদে উঠেছিল লুবাবা। কাঁদতে কাঁদতে মাকে জিজ্ঞেস করেছিল, ক্যানসার হলে কী হয়? মায়ের কাছে ক্যানসার সম্পর্কে শোনার পর ফোন থেকে অনলাইনে খুঁজতে থাকে ক্যানসারের চিকিৎসার বিষয়ে। এই রোগের শেষ পরিণতি জেনে মন খারাপ হয় ছোট্ট লুবাবার। কিন্তু সে থেমে থাকেনি। তার দাদু কীভাবে সুস্থ থাকবেন, সেই উপায় খুঁজতে থাকে লুবাবা।

ভারতে থেকে দেশে ফিরিয়ে আনার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আব্দুল কাদের। যে দিন আব্দুল কাদের মারা যান সেদিন দাদুর সঙ্গে বলা শেষ কথাগুলো গণমাধ্যমের সামনে বলতে বলতে কেঁদেছিল লুবাবা। শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে আব্দুল কাদেরের মরদেহের পাশে দাঁড়িয়ে লুবাবা বলেছিল—‘দাদু আমাকে বলেছিল, তুমি অনেক বড় হবে। অনেক ভালো মেয়ে হবে।’

মাত্র তিন বছর বয়সে আব্দুল কাদেরের সঙ্গে অভিনয় শুরু করে ছোট্ট লুবাবা। তিনিই লুবাবাকে বুঝিয়ে দিতেন কোন দৃশ্যে কীভাবে অভিনয় করতে হবে। আব্দুল কাদের অসুস্থ হওয়ার পর কাজের প্রস্তাব পেয়েছিল লুবাবা। এ বিষয়ে জাহিদা ইসলাম বলেন—‘একটি কাজের প্রস্তাব এসেছিল। কিন্তু দাদুকে ছাড়া শুটিং করবেন না বলে পরিষ্কার জানিয়ে দেয় সে। বাবা সবসময় বলতেন, লুবাবা তার অভিনয়গুণ পেয়েছেন।’

গত ২৬ ডিসেম্বর বাদ জোহর নগরীর মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় আব্দুল কাদেরের প্রথম জানাজা। এর পর মরদেহ নেওয়া হয় শিল্পকলায়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এদিন বাদ মাগরিব বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়