ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আব্দুল কাদেরের শেষ ইচ্ছে

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৪:৫৮, ২৭ ডিসেম্বর ২০২০
আব্দুল কাদেরের শেষ ইচ্ছে

অভিনেতা আব্দুল কাদের কিছু ইচ্ছে বুকের ভেতর পুষে রেখেছিলেন। ইচ্ছেপূরণ হওয়ার আগেই তাঁকে পরপারে চলে যেতে হলো। নন্দিত এই অভিনেতা আজ (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর পর মিরপুরের বাসভবনে এই অভিনেতার স্ত্রী খাইরুননেসা স্বামীর শেষ ইচ্ছের কথা জানান। খাইরুননেসা বলেন, ‘তিনি (আব্দুল কাদের) সব কাজ শেষ করে যেতে পারেননি। নাতি-নাতনি তাঁর জান ছিল, সব সময় বুকে আগলে রাখতেন; তাদের জন্য পাগল ছিলেন। তিনি চাইতেন, নাতি-নাতনি পড়াশোনা করবে; নাতনি এখন যে অভিনয় করছে, সেটা সে নিয়মিত করবে। তারপর সে গান শিখবে। তাঁর আরেকটি ইচ্ছে ছিল, নাতিকে ডাক্তার বানাবেন। নাতনিকে নিজে কেঁদে-কেঁদে অভিনয় করে দেখাতেন। বলতেন, এভাবে করবে।’

আব্দুল কাদের আত্মজীবনী প্রকাশ করতে চেয়েছিলেন। নন্দিত এই অভিনেতার মৃত্যুর পর তাঁর সহকর্মী, প্রকাশক, অভিনেতা ও সংগঠক হাফিজুর রহমান সুরুজ এ কথা জানান। সুরুজ বলেন, ‘তাঁর শেষ ইচ্ছে ছিল আত্মজীবনী লিখবেন। আমাকে বলেছিলেন জীবদ্দশায় বইটা প্রকাশ করতে। আমি একটা লোকও পাঠাতে চেয়েছিলাম তার ডিকটেশন নিয়ে পাণ্ডুলিপি তৈরি করার জন্য। কিন্তু তিনি নিষেধ করেছিলেন। কারণ তিনি নিজেই সেটা লিখতে চেয়েছিলেন।’

আজ শনিবার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীতে সমাহিত করা হবে বরেণ্য এই অভিনেতাকে। এর আগে রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে বিকেল সাড়ে ৩টা থেকে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন তাঁকে। 

ঢাকা/রাহাত সাইফুল/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়