ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌনির রূপের ঝলকে ভুল করে বসল ভারতের স্টক এক্সচেঞ্জ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:১২, ১১ জানুয়ারি ২০২১
মৌনির রূপের ঝলকে ভুল করে বসল ভারতের স্টক এক্সচেঞ্জ

ভারতীয় অভিনেত্রী মৌনি রায়। হিন্দি টিভি সিরিয়ালে অভিনয় করেই বিশেষ পরিচিতি পেয়েছেন। এখন বলিউড সিনেমাতেও অভিনয় করছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন মৌনি। তার এই আকর্ষণীয় ছবিগুলো শুধু ভক্তদেরই মুগ্ধ করেনি, এই অভিনেত্রীর রূপের ঝলকে মস্ত বড় ভুল করে বসেছে ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ (এনএসই)।

আরো পড়ুন:

মাইক্রোব্লগিং সাইট টুইটারে স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল অ্যাকাউন্টে মৌনির ছবিগুলো পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘শনিবারের উত্তাপ বেড়ে গেছে। মৌনি রায়কে অসাধারণ লাগছে।’

এনএসই-এর এমন কাণ্ড দেখে সবাই বেশ অবাক হন। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে নানারকম ট্রল হতে থাকে। শুরুতে ধারণা করা হয়, হ্যাকিংয়ের কবলে পড়েছে অ্যাকাউন্টটি। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছে এনএসই কর্তৃপক্ষ।

একটি পোস্টে লেখা হয়, এনএসই-এর টুইটারে অ্যাকাউন্টে অযাচিত পোস্ট করা হয়েছে। এটা মানবিক ভুল ছিল। অ্যাকাউন্টের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি ভুলটি করে। কোনো হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন মৌনি। বর্তমানে বিভিন্ন বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত তিনি। এছাড়া অবসর কাটাতে নানা জায়গায় ছুটছেন এই অভিনেত্রী। তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমায় আরো আছেন— রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়