ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সত্যিই কি বরুণের বিয়ে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ২১:৪১, ১৪ জানুয়ারি ২০২১
সত্যিই কি বরুণের বিয়ে?

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। কয়েকদিন ধরেই গুঞ্জন উড়ছে— ছোটবেলার বন্ধু ও প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করছেন তিনি। সম্প্রতি শোনা যায়, তার বিয়ের তোড়জোড়ও শুরু হয়েছে।

তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বরুণের চাচা অভিনেতা অনিল ধাওয়ান। বম্বে টাইমসকে তিনি বলেন, ‘ওয়াও, আমি আশ্চর্য হয়েছি। তারা এই মাসেই বিয়ে করছে আর আমরা জানি না? তারা কি শেষ মুহূর্তে গিয়ে আমাদের আমন্ত্রণ করবে? এতটাই গোপন রাখছে?’

আরো পড়ুন:

তবে এখন বিয়ে না হলেও খুব শিগগির বরুণ বিয়ে করবেন বলে জানান অনিল। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই এই গুঞ্জন উড়েছে। গত বছর শোনা যায় মে মাসে দুজন বিয়ে করবে। যাহোক, পরিবারের পক্ষ থেকে আমরা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি। আমি মনে করে এটি এমন একটি প্রথা যা সঠিক সময়ে সেরে ফেলা প্রয়োজন। দেরি করা ঠিক না। হয় সঠিক সময়ে বিয়ে করুন অথবা করবেন না।’

কবে নাগাদ বরুণ বিয়ে করতে পারেন প্রশ্ন করা হলে অনিল ধাওয়ান বলেন, ‘আমরা বড় পরিসরে আয়োজন না করার জন্য তাকে পরামর্শ দিয়েছি। ছোটখাটো অনুষ্ঠান করে জলদি ঘরে বউ আনতে বলেছি।’

এর আগে পিংকভিলা ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বরুণের বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। চলতি মাসেই শুভ কাজটি সেরে ফেলবেন বরুণ-নাতাশা। সমুদ্রের পাশে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। দক্ষিণ মুম্বাইয়ের আলীবাগে বিয়ের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি সেখানে একটি পাঁচ তারকা হোটেলও বুকিংয়ের জন্য গিয়েছিলেন বরুণের পরিবার। এছাড়া করোনা মহামারির কারণে অতিথিদের তালিকা তুলনামূলক ছোট রাখা হয়েছে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় এই বিয়েতে উপস্থিত থাকবেন। ২০০ জন অতিথির একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়