ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেমসের ক্যামেরায় জয়া!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৫৫, ২৮ জানুয়ারি ২০২১
জেমসের ক্যামেরায় জয়া!

অযুত, লক্ষ ভক্তের কাছে তিনি নগরবাউল। নগরেই বসবাস। তারপরও জেমস সময়-সুযোগ পেলেই ছুটে যান প্রকৃতির বৈচিত্র খুঁজতে। সুরের রাজ্যে ঝড় তোলা এই রকস্টার সুযোগ পেলেই হাতে তুলে নেন ক্যামেরা। কনসার্ট করতে গিয়েও অনেক সময় প্রকৃতির মায়ায় পড়েছেন তিনি। সঙ্গে সঙ্গে গিটার রেখে ক্যামেরায় চোখ রেখেছেন। সুন্দরকে ফ্রেমবন্দি করার বাসনা তার চিরকালের। 

পোট্রেট ফটোগ্রাফিতে জেমসের দক্ষতা ইতোমধ্যেই ভক্তদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তিনি প্রশংসিত হয়েছেন। 

আরো পড়ুন:

জেমস তার তোলা আলোকচিত্র প্রায়ই ফেসবুক পেইজে পোস্ট করে ভক্তদের চমকে দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে জেমস প্রকাশ করেছেন জয়া আহসানের তোলা একটি ছবি। তাতে দেখা যায়—৩টি গোলাপ হাতে দাঁড়িয়ে আছেন জয়া। ক্যাপশনে লিখেছেন: ‘রুপালি পর্দার মাস্টার জয়া আহসান।’

ছবিটি প্রকাশের পর যথারীতি প্রশংসায় ভাসছেন জেমস-জয়া। তিন ঘণ্টার মধ্যে ছবিতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৫ হাজার। চারশ ভক্ত মন্তব্য করেছেন। যার সবগুলোই প্রশংসাসূচক শব্দে ঠাসা। 

তবে এ ছবি জেমস কবে, কোথায় তুলেছেন জানাননি। অন্যদিকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি জয়া আহসান।

শান্ত/তারা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়