ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সালমানকে বিয়েই আমার একমাত্র লক্ষ্য ছিল: সোমি আলী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:১০, ১০ ফেব্রুয়ারি ২০২১
সালমানকে বিয়েই আমার একমাত্র লক্ষ্য ছিল: সোমি আলী

বলিউড সুপারস্টার সালমান খান। ব্যক্তিগত জীবনে তার সঙ্গে অনেক নায়িকার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তাদের একজন পাকিস্তানি বংশোদ্ভূত অভিনেত্রী সোমি আলী। দীর্ঘদিন পর সালমানের সঙ্গে তার প্রেম নিয়ে মুখ খুলেছেন তিনি।

কয়েকদিন পরেই বিশ্ব ভালোবাসা দিবস তার আগে বোম্বে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন সোমী আলী। সালমানের টানে ইন্ডিয়া আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

এই অভিনেত্রী বলেন, ‘তখন ১৯৯১ সাল এবং আমার বয়স ছিল ১৬। ম্যায়নে পেয়ার কিয়া সিনেমা দেখার পর আমার মাকে বলেছিলাম, আমি আগামীকালই ইন্ডিয়া যাব। তিনি আমাকে আমার ঘরে পাঠিয়ে দেন। কিন্তু মায়ের কাছে বারবার অনুরোধ করেছিলাম, আমাকে ইন্ডিয়া গিয়ে সালমানকে বিয়ে করতে হবে। কিন্তু মা যখন আমার কথা শুনছিলেন না আমি বাবাকে ফোন করি। যদিও কেন ইন্ডিয়া যেতে চাই তা বলিনি।’

তিনি বলেন, ‘বাবাকে বলেছিলাম, মুম্বাইয়ে আমাদের যে আত্মীয় রয়েছে তাদের সঙ্গে দেখা করতে চাই। আরো বলেছিলাম, তাজমহল দেখ চাই এটি আমার স্বপ্ন। তখন পর্যন্ত আমি তাজমহল দেখিনি। আমার জন্ম পাকিস্তানে এবং সেখানে কয়েক বছর থাকার পর মিয়ামি চলে আসি। ইন্ডিয়া গিয়ে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছিলাম। সেই সময় আমি অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি কিন্তু বিলাসবহুল হোটেলে থাকি এটি নিয়ে অনেকেই হাসাহাসি করত।’

‘আন্ত’ (১৯৯৪), ইয়ার গাদ্দার (১৯৯৪), ‘আও পেয়ার কারে’ (১৯৯৪), ‘চুপ’ (১৯৯৭) সিনেমায় অভিনয় করেছেন সোমি। এই অভিনেত্রী বলেন, ‘আমি প্রত্যেক পরিচালকের কাছে দুঃস্বপ্নের মতো ছিলাম। সিনেমার মহড়ায় যেতাম না। অন্যদের চেয়ে আলাদা ছিলাম। আমার মধ্যে আমেরিকান ভাব ছিল এবং টমবয়ের মতো ছিলাম। ইন্ডাস্ট্রির সঙ্গে মানাসই ছিলাম না। অভিনয় ক্যারিয়ার নিয়ে আমার কোনো ভাবনা ছিল না। যদিও এই বয়সে এটি বলা বেমানান, আমার একমাত্র লক্ষ্য ছিল, সালমানকে বিয়ে করতে হবে।’

বর্তমান সোমি একজন সমাজকর্মী হিসেবে পরিচিত। নারী অধিকার নিয়ে কাজ করেন তিনি। ‘নো মোর টেয়ার্স’ নামে তার একটি দাতব্য সংস্থা আছে। নারীদের নিয়ে কাজ করে এটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়