ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘লাইক বা কমেন্ট নয়, দুটো টাকা দিয়ে যান’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২১
‘লাইক বা কমেন্ট নয়, দুটো টাকা দিয়ে যান’

মীরের এ ছবি নিয়ে চলছে আলোচনা

মুখ ভর্তি দাড়ি, মাথায় ময়লা জটা চুল। পরনে ছেঁড়া পোশাক। পাশে রাখা স্ক্রাচ। রাস্তার মোড়ে থালা সামনে নিয়ে বসে আছেন এক ভিক্ষুক। ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর উপস্থাপক মীর আফছার আলী তার ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন।

আর ছবির এই ভিক্ষুক অন্য কেউ নন বরং তিনি মীর আফছার আলী। ছবিটি দেখে পুরোনো বলেই মনে হচ্ছে। তবে তা নতুন করে আপলোড করেছেন এই অভিনেতা। কিন্তু হঠাৎ এই ছবি কেন আপলোড করলেন মীর? অবশ্য ছবির ক্যাপশনে তা পরিষ্কার করেছেন এই অভিনেতা।
 
মীর আফছার আলী লিখেছেন—‘বাঙালির প্রেম দিবসের ঠিক পরের দিন ছেলেদের হাল...। এটি একটি সিরিয়াস পোস্ট। লাইক বা কমেন্ট নয়, দুটো টাকা দিয়ে যান।’

এবারই প্রথম নয়, এর আগে মজার ছলে নানা কাণ্ড বাঁধিয়েছেন মীর। গত বছরের নভেম্বর মাসে ময়দানে পুলিশের হাতে ধরা পড়ার ছবি পোস্ট করেছিলেন মীর। ক্যাপশনে লিখেছিলেন, ‘কেত মেরে ময়দানে ঘোড়ায় চড়লাম। পুলিশ এসে কেস দিয়ে দিল! বললো, ‘লাইসেন্স কোথায়?’

মীর পরে জানান, একটি শুটিং করতে ময়দান চত্বরে গিয়েছিলেন তিনি। শখ পূরণ করতে ঘোড়ায় চেপেছিলেন। শুটিংয়ের অনুমতি নেওয়া আছে কিনা তা দেখতেই পুলিশ অফিসার এসেছিলেন। কিছুক্ষণ কথাবার্তার পর তিনি ছবি তোলার অনুরোধ জানান। তখনই মজা করে ছবিটি তোলার কথা ভাবেন মীর।

মীরের এমন কর্মকাণ্ড বেশ উপভোগ করেন নেটিজেনরা। প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। বুধবার (১৭ ফেব্রুয়ারি) পোস্ট করা ছবিটিও তার ব্যতিক্রম হয়নি। ছবিটি পোস্ট করার ৪ ঘণ্টার মধ্যে লাইক পড়েছে ১২ হাজার, মন্তব্য জমা হয়েছে প্রায় ৫০০। বিটু নামে একজন লিখেছেন, ‘মীরদা তুমি সত্যি জিনিয়াস! যেকোনো সাজে এবং অভিনয়ে তুমি পারদর্শী। তোমাকে টক্কর দেওয়ার মতো অভিনেতা খুব কম চোখে পড়ে।’ আবার কেউ কেউ মজা করে লিখেছেন, ‘নিশ্চয়ই রঞ্জনাদের পাড়ায় গিয়েছিল, দাদারা কথা রেখেছে দেখছি!’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়