ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যে ১০ চলচ্চিত্র আয় করবে ১৫০০ কোটি রুপি!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২১
যে ১০ চলচ্চিত্র আয় করবে ১৫০০ কোটি রুপি!

গত বছর করোনা সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছিল গোটা বিশ্বের বাণিজ্য। মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে বলিউডসহ বিশ্বের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে এবার আশার আলোর কথা শোনালেন চলচ্চিত্র বোদ্ধারা। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ বলছেন—‘আগামী কয়েক মাসে বলিউডের ১০টি চলচ্চিত্র প্রায় আয় করবে ১৫ শত কোটি রুপি।’

কিছুদিন আগে ১০০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। তাই একাধিক চলচ্চিত্র মুক্তির দিনক্ষণও চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ ১১ মাস পর মুক্তি পেতে যাচ্ছে যশরাজ, টি-সিরিজ, জ্যাকি ভগনাণী, দীনেশ বিজান, ধর্ম প্রোডাকশনস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং আনন্দ এল রাইয়ের ১০টি চলচ্চিত্র। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ যে ১০টি চলচ্চিত্র নিয়ে আশা ব্যক্ত করেছেন তা হলো—

‘সন্দীপ আউর পিঙ্কি ফারার’ সিনেমা মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন—অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া। এটি পরিচালনা করছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা করছে আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস। আগামী ২৩ এপ্রিল মুক্তি পাবে ‘বান্টি আউর বাবলি-২’। এতে দেখা যাবে রানি মুখার্জি, সাইফ আলী খান, সিদ্ধান্ত চতুর্বেদী এবং নবাগতা শর্বরীকে। এটি পরিচালনা করছেন বরুণ ভি ভর্মা। এটিও প্রযোজনা করছে আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।

আগামী ২৮ মে মুক্তি পাবে অক্ষয় কুমার, বাণী কাপুর, হুমা কুরেশি, লারা দত্ত, রঞ্জিত তিওয়ারি অভিনীত ‘বেল বুটম’ সিনেমা। রঞ্জিত তিওয়ারি পরিচালিত এ সিনেমা প্রযোজনা করছে পূজা এন্টারটেইনমেন্ট। ৪ জুন মুক্তি পাবে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘৮৩’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এ সিনেমা প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ও ফ্যান্টম ফিল্মস। ১৮ জুন মুক্তি পাবে অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝন্ডু’। পরিচালনা করছেন নাগরাজ মঞ্জুলে। প্রযোজনায় রয়েছে টি-সিরিজ।

আগামী ২৫ জুন মুক্তি পাবে ‘শামশের’। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, বাণী কাপুর, সঞ্জয় দত্ত প্রমুখ। এটি পরিচালনা করছেন করণ মালহোত্রা। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস। ৯ জুলাই মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা, বাণী কাপুর অভিনীত ‘চণ্ডীগড় করে আশিকী’ সিনেমাটি। পরিচালনা করছেন অভিষেক কাপুর। প্রযোজনায় টি-সিরিজ। ৬ আগস্ট মুক্তি পাবে অক্ষয় কুমার, সারা আলী খান, ধানুশ অভিনীত ‘আতরঙ্গী রে’ সিনেমা। প্রযোজনায় রয়েছে টি-সিরিজ, কালার ইয়েলো প্রোডাকশন, কেপ অব গুল ফিল্মস।

আগামী ২৭ আগস্ট মুক্তি পাবে ‘জয়েশ ভাই জোরদার’ সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, শালিনী পাণ্ডে, বোমান ইরানি, রত্না পাঠক। পরিচালনা করছেন দিব্যাঙ্গ। প্রযোজনায় রয়েছে মণীষ শর্মা এবং যশরাজ ফিল্মস। ‘পৃথ্বীরাজ’ মুক্তি পাবে ৫ নভেম্বর। দীপাবলির কথা মাথায় রেখে এই সময় বেছে নিয়েছেন সংশ্লিষ্টরা। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত, সোনু সুদ। এটি পরিচালনা করেছেন ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। প্রযোজনায় যশরাজ ফিল্মস।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়