ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কথা রাখছেন সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৩ মার্চ ২০২১   আপডেট: ১৩:৫৭, ১৩ মার্চ ২০২১
কথা রাখছেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। তার পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। সিনেমাটি নিয়ে ভক্তদের কাছে দেওয়া কথা রাখছেন তিনি।

গত বছর ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। চলতি বছর ঈদুল ফিতরে এটি মুক্তির কথা রয়েছে।

আরো পড়ুন:

শনিবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেন সালমান। এতে একটি পিস্তল হাতে তাকে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদের জন্য কথা দিয়েছিলাম, ঈদেই আসবে। কারণ একবার যখন আমি…। ১৩ মে রাধে সিনেমাটি মুক্তি পাবে। আর মাত্র দুই মাস।’

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। সালমান খান ছাড়াও এতে অভিনয় করছেন দিশা পাটানি, রণদীপ হুদা, জ্যাকি শ্রফ। মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমার পোস্টারটি পোস্ট করে রণদীপ হুদা লিখেছেন, ‘এই ঈদে, ১৩ মে রাধের সঙ্গে দেখা হবে। সিনেমা হলে। সঙ্গে আছে জি স্টুডিওস।’

করোনা মহামারির কারণে ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমা মুক্তির হিড়িক লাগে। সেই সময় গুঞ্জন শোনা গিয়েছিল, সালমানও সেই পথে হাঁটবেন। ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিন্তু সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুরোধ জানান ভারতের সিনেমা প্রদর্শকরা। এই অভিনেতার কাছে খোলা চিঠিও দিয়েছিলেন তারা।

পরবর্তী সময়ে এক বিবৃতিতে সালমান বলেন, ‘সিনেমা হল মালিক ও প্রদর্শকরা কতটা আর্থিক সমস্যায় ভুগছেন আমি তা বুঝি। আমি তাদের সাহায্যের জন্য রাধে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিব। প্রতিজ্ঞা করেছিলাম এটি ঈদে মুক্তি পাবে এবং ২০২১ সালের ঈদে এটি আসছে ইনশাআল্লাহ।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়