ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমকামী চরিত্রে অভিনয় করতে চান না রাজকুমার?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৮ মার্চ ২০২১   আপডেট: ১২:০৫, ১৮ মার্চ ২০২১
সমকামী চরিত্রে অভিনয় করতে চান না রাজকুমার?

প্রিয়াঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন ও জন আব্রাহাম অভিনীত ‘দোস্তানা’। বলিউডের সাড়া জাগানো এই সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন কলিন ডিকুনহা।

‘দোস্তানা’ সিনেমার সিক্যুয়েলে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন— কার্তিক আরিয়ান ও জানভি কাপুর। তাদের সঙ্গে থাকছেন নবাগত লক্ষ্য লাওয়ানি। শুরুতে শোনা যায়, সিনেমাটিতে অভিনয় করবেন অভিনেতা রাজকুমার রাও। কিন্তু পরবর্তী সময়ে এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। সমকামী চরিত্রে অভিনয় করতে চান না জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজকুমার।

আরো পড়ুন:

তবে গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন তিনি। এই অভিনেতা জানান, সবসময়ই নতুন কিছু করতে চান। চরিত্রের প্রয়োজনে সবই করতে রাজি থাকেন। ফুটবলার, আইনজীবী, জঙ্গি সবভাবেই পর্দায় হাজির হয়েছেন। ভিন্ন কোনো চরিত্রই ফিরিয়ে দেন না তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজকুমার অভিনীত ‘রুহি’। সিনেমাটিতে আরো আছেন— জানভি কাপুর ও বরুণ শর্মা। মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এটি। এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘বাধাই দো’। এতে তার সঙ্গে আছেন ভূমি পেডনেকার। এছাড়া বিনেশ বিজনের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়