ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউডে পা রাখছেন সালমান খানের ভাগ্নি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২৪ মার্চ ২০২১   আপডেট: ১১:২৯, ২৪ মার্চ ২০২১
বলিউডে পা রাখছেন সালমান খানের ভাগ্নি

আলিজে অগ্নিহোত্রি

বলিউডে পা রাখতে যাচ্ছেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রি।  নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক সুরজ বারজাতিয়ার ছেলে অবনীশ বারজাতিয়া।  এ সিনেমার মাধ‌্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন অবনীশ।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমায় আলিজের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা সানি দেওলের পুত্র রাজবীর। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি নির্মাণ করবেন অবনীশ। অয়ন মুখার্জির ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ধাঁচের গল্প হতে পারে এটি! যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।   

আরো পড়ুন:

সালমান খানের বোন আলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রির কন্যা আলিজে। সালমানের পারিবারি অনুষ্ঠানে মাঝেমধ্যেই দেখা যায় তাকে।

২০১৯ সালে শোনা যায়, সালমান খানের ‘দাবাং ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করবেন আলিজে। তখন এক সাক্ষাৎকারে আলিজের বাবা অতুল অগ্নিহোত্রি বলেছিলেন, ‘এই খবর মিথ্যা। কারণ আলিজেকে এ সিনেমায় কাস্ট করা ঠিক নয় এবং ওকে কাস্ট করার কথা ভাবাও হয়নি। খবরের কাগজে এই খবর পড়েছি। কিন্তু এটি সত্যি নয়। ইন্ডাস্ট্রি জায়গাটা খুব অদ্ভুত। এখানে কিছু বললেও দোষ, না বললেও দোষ। আমি আলিজেকে বলেছি এগুলো নিয়ে না ভাবতে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়