Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৮ মে ২০২১ ||  বৈশাখ ২৫ ১৪২৮ ||  ২৫ রমজান ১৪৪২

হাসপাতালে আফসানা মিমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:২০, ১ এপ্রিল ২০২১
হাসপাতালে আফসানা মিমি

আফসানা মিমি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গুণী অভিনেত্রী, নির্মাতা আফসানা মিমি।

আফসানার মিমির নির্মাণসঙ্গী নজরুল সৈয়দ জানান, গত সপ্তাহে আফসানা মিমির কোভিড-১৮ পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর বাসায়ই ছিলেন। কিন্তু তার কাশি কমছিল না। এজন‌্য বৃহস্পতিবার (১ এপ্রিল) এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ‌্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিমির বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে নজরুল সৈয়দ বলেন, মিমি আপা এখন ভালো আছেন। শুধু কাশিটা একটু বেড়েছে। এছাড়া খারাপ কিছু নেই। এক সপ্তাহের ওপর করোনায় আক্রান্ত তিনি।

আফসানা মিমির শারীরিক অবস্থা নিয়ে সোশ‌্যাল মিডিয়ায় নানা গুজব ঘুরে বেড়াচ্ছে। সবার প্রতি অনুরোধ জানিয়ে নজরুল সৈয়দ বলেন, সকলের প্রতি অনুরোধ রইলো, কেউ আতঙ্ক বা গুজব ছড়াবেন না। আশা করছি, মিমি আপা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়