ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভুল করলেই জরিমানা নেবেন আমির কন‌্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ০০:২৪, ৬ এপ্রিল ২০২১
ভুল করলেই জরিমানা নেবেন আমির কন‌্যা

ভুল করলেই জরিমানা নেবেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন‌্যা ইরা খান। তার অভিযোগ—অনেকে তার নাম ভুলভাবে উচ্চারণ করেন। এখন থেকে যে ব‌্যক্তি এই ভুল করবেন তাকেই গুণতে হবে জরিমানা।

রোববার (৪ এপ্রিল) ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন ইরা। এতে তিনি জানান, তার নামের ভুল উচ্চারণ করার জন্য তার বন্ধুরা তাকে রাগান। এবার থেকে যে তার নাম ভুলভাবে উচ্চারণ করবে তাকে ৫ হাজার রুপি জরিমানা গুণতে হবে। প্রতি মাসের শেষে অথবা বছর শেষে জরিমানার জমাকৃত অর্থ তিনি দান করে দেবেন। ভিডিওর ক্যাপশনে ইরা লিখেন, ‘ইরা। ই-রা। অন্য কিছু নয়।’

আরো পড়ুন:

আমির খান ও রিনা দত্তর মেয়ে ইরা খান। ২০০২ সালে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন আমির-রিনা। তখন দুই সন্তান জুনাইদ ও ইরার কাস্টডিও নেন রিনা। তবে বাবা আমিরের সঙ্গে শুরু থেকেই সুসম্পর্ক বজায় রয়েছে তাদের।

মঞ্চ নাটক নির্দেশনার মাধ্যমে শোবিজে পা রাখেন ইরা। ইউরিপিডিসের ‘মিডিয়া’ নির্দেশনা দেন তিনি। এতে অভিনয় করেছেন তার ভাই জুনায়েদ খান। সম্প্রতি ট্যাটু আঁকার বিষয়ে তার প্রতিভার কথা জানিয়েছেন ইরা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়