ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘মাঝে মাঝেই মনে হচ্ছে মা ডাকছে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:২৩, ১৫ এপ্রিল ২০২১
‘মাঝে মাঝেই মনে হচ্ছে মা ডাকছে’

গত ১১ এপ্রিল, করোনায় আক্রান্ত হয়ে রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক মারা গেছেন। মিতা হক ও খালেদ খান দম্পতির কন‌্যা ফারহিন খান জয়ীতা একজন রবীন্দ্র সংগীতশিল্পী। মাকে হারিয়ে এক প্রকার ঘোরের মধ‌্যে সময় কাটছে তার।

ঘোরলাগা এই পরিস্থিতির অনুভূতি ব‌্যক্ত করে জয়ীতা তার ফেসবুকে স্ট‌্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি এখনো বিষয়টার মধ্যে ঢুকতে পারিনি। কেমন একটা ঘোরের মধ্যে আছি, মাঝে মাঝেই মনে হচ্ছে মা ডাকছে, মাঝে মাঝেই মনে হচ্ছে এইতো সামনে দিয়ে হেঁটে গেল। খুব বেশি চিৎকার করে কাঁদতেও পারিনি এখনো। কিন্তু সত্যি তো এটাই যে মা নাই। আমার মাটা নাই। আমার মাটাই তো ছিল, আমার সেই মাটা সত্যি  নাই।’

জয়ীতার বাবা অভিনেতা খালেদ খান মারা গেছেন। তার বিশ্বাস পরপারে প্রিয় মানুষদের সঙ্গে ভালো আছেন তার মা। জয়ীতা লিখেন, ‘আমি বিশ্বাস করি, মা এবার শান্তিতেই আছে, আনন্দেই আছে। ওইপারে তো তার সব প্রিয় মানুষরা আছে! শুধু আমি আর রাজন নাই! মার শাহীন বাবুও নাই। কিন্তু সময় হলে আমরাও তো যাব একদিন! সেই দিনের অপেক্ষায় রইলাম। ততদিন এখন যেখানে আছি, সেটাকে ‘পরবাস’ মনে হবে। মনে হবে—হেথা কে রাখিবে দুখ ভয় সংকটে? মনে হতেই থাকবে, তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জয়ীতা লিখেন, ‘আমার মাটাকে সবাই যে এত ভালোবাসা, আদর আর সম্মানে জড়িয়ে রেখেছেন, এই ঋণ শোধ করবার নয়। আসলে মানুষটাই এমন আমার মা, যাকে ভালো না বেসে পারা যায় না। আমার পরম সৌভাগ‌্য আমার জন্ম তার গর্ভে হয়েছে। জীবনের ৩৩ বছর আমি তাকে পেয়েছি, আরো অনেক পেতে ইচ্ছা করে, আরো অনেক বেশি পাওয়া উচিত ছিল। কিন্তু হলো না। আমার সঙ্গে এমনই হয়।’

মাকে ছাড়া প্রথম পয়লা বৈশাখ কাটালেন জয়ীতা। প্রতি বৈশাখে মায়ের কাছে যে গানটি শুনতে চাইতেন, তা মায়ের জন‌্য গেয়েছেন তিনি। এ বিষয়ে জয়ীতা বলেন—‘মাকে ছাড়া আমার প্রথম পয়লা বৈশাখ৷ মার কণ্ঠে এই গানটা আমি সব সময় শুনতে চাইতাম। গানটা বসে শেখা হয়নি কখনো, শুনে শুনে যতটুকু মনে রেখেছি সেটাই গাইলাম। কারণ এই গানটাই আমার জীবনের পরম সত্য হয়ে আজ ধরা দিয়েছে। মায়ের জন্য আমার নিবেদন।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়