Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৭ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪২৮ ||  ০৩ শাওয়াল ১৪৪২

‘আমি যথেষ্ট পরিমাণে জীবিত আছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:৫৫, ১৬ এপ্রিল ২০২১
‘আমি যথেষ্ট পরিমাণে জীবিত আছি’

থাইল্যান্ডের সামিতিভেজ হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিয়ে আসছেন অর্থহীন ব‌্যান্ডের গায়ক সুমন। নিয়মিত কিছু চিকৎসার জন‌্য বর্তমানে থাইল‌্যান্ডে রয়েছেন এই শিল্পী। শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন সুমন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে সুমন তার ফেসবুকে এক স্ট‌্যাটাসের মাধ‌্যমে নিজের শারীরিক অবস্থা বর্ণনা করেন। এতে তিনি লিখেছেন—‘আমার অবস্থা চলছে কোনোরকম। সারাদিন হোটেলে বসে সাইবারপাঙ্ক খেলি আর তিনদিন পর পর হাসপাতালে যাই থেরাপি নিতে। নেক্সট মাসে ঢাকা চলে আসবো ইনশাআল্লাহ।’

তিন বছর আগে ক্যানসারের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এই গায়ক। তখন থেকে ক্যানসারের সঙ্গে যোগ হয়েছে নতুন সমস্যা। ক্যানসার ও দুর্ঘটনার জন্য এ পর্যন্ত তার শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে। তার মেরুদণ্ডের হাড় ভাঙা। এ কারণে দুটি ডিস্ক বসানো হয়েছে।

মেরুদণ্ডের জন্যই আবার অস্ত্রোপচার দরকার সুমনের। চিকিৎসার জন্য তার জার্মানি যাওয়ার কথা ছিল। এ বিষয়ে সুমন লিখেন, ‘কয়েকটি সার্জারি করাতে হবে। স্পাইনের অবস্থা খুব একটা ভালো না। সম্ভবত ঈদের পর জার্মানিতে গিয়ে সার্জারি করাবো।’

এদিকে ‘বেজবাবা’ সুমনের শারীরিক অবস্থা নিয়ে নানাজন নানারকম গুঞ্জন ছড়াচ্ছেন। তাদের দৃষ্টি আকর্ষণ করে এই গায়ক লিখেন—‘যারা বলে বেড়াচ্ছেন আমি ‘‘মৃত্যুর দিন গুনছি’ তাদের কথা সিরিয়াসলি নেবেন না। একটু আগেও চেক করলাম, আমি যথেষ্ট পরিমাণে ‘জীবিত’ আছি। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।’’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়