ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঈদে রঞ্জন চৌধুরীর দুই গান

প্রকাশিত: ১৫:৩৩, ৩ মে ২০২১  
ঈদে রঞ্জন চৌধুরীর দুই গান

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক প্রবাল চৌধুরীর কনিষ্ঠ পুত্র রঞ্জন। তিনি পেশায় চিকিৎসক। তবে টেবিল টেনিসে পাঁচবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এসবের বাইরে তিনি একজন কণ্ঠশিল্পী। ছোটবেলা থেকেই সুরের পথে হাঁটছেন। এর মধ্যে প্রকাশিত হয়েছে তার একাধিক অ্যালবাম।

ঈদুল ফিতর উপলক্ষে শিল্পী রঞ্জন চৌধুরীর দুটি আধুনিক গান প্রকাশিত হবে। গান দুটি শিল্পীর ফেসবুক পেজ এবং তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

এর মধ্যে একটি গান লিখেছেন শাহীন আনোয়ার। মো. ওবায়দুললাহর লেখা গানটিতে রঞ্জনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী মধুলিকা। গান দুটির সুর করেছেন রঞ্জন নিজেই। সংগীতায়োজন করেছেন সব্যসাচী রনি।

টেবিল টেনিসে মানস চৌধুরী নামে পরিচিত রঞ্জন। তার প্রকাশিত প্রথম অ্যালবাম ‘হলে না জীবন সাথী’। প্রয়াত সুরকার প্রণব ঘোষ এ অ‌্যালবামের গানের সুর করেন। এছাড়া চারটি একক, তিনটি দ্বৈত আর পনেরোটি মিক্সড অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘হাসন রাজা’, ‘জুয়াড়ি’, সিনেমাসহ প্রায় বিশটি সিনেমায় প্লে-ব্যাক করেছেন রঞ্জন।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়