ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘মা আমার মা’

প্রকাশিত: ১৪:১৪, ৯ মে ২০২১   আপডেট: ১৪:২১, ৯ মে ২০২১

মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস। বিশেষ এই দিনে নতুন গান প্রকাশ করলেন ‘তুমি আমার ঘুম’-খ্যাত টি. ডব্লিউ সৈনিক। ‘মা আমার মা’ শিরোনামের বিশেষ এই গানের পেছনে রয়েছে একটি গল্প। মুক্তির পর যা শ্রোতাদের জন‌্য শেয়ার করেছেন এই শিল্পী।

সেই ঘটনা বর্ণনা করে সৈনিক বলেন, ‘বেশ কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শুটিংয়ে গিয়েছিলাম। সেখানে হাইট পার্কে শুটিংয়ের ফাঁকে বসে আড্ডার সময় অভিনেতা মীর সাব্বির দেশ, মাটি ও মা নিয়ে কথা বলছিলেন। সাথে ছিলাম ক্যামেরাম্যান হিসেবে আমি, সংগীতশিল্পী এস আই টুটুলসহ অনেকে। দেশের বাইরে গেলে দেশ ও মায়ের কথা ভীষণ মনে পড়ে—সেদিন কথা প্রসঙ্গে মীর সাব্বির সেই কথাই বলছিলেন। কথাটি আমার মাথায় গেঁথে যায়। বলতে পারেন, এই গানের সৃষ্টি তখনই।’

কৃতজ্ঞতা প্রকাশ করে সৈনিক বলেন, ‘এ গানের প্রথম দুই লাইন সাব্বিরই লিখেছে। সঙ্গে টুটুল ভাই সুরও করলেন কিছুটা। প্ল্যান করলাম, দেশে ফিরে মাকে নিয়ে এবার এই গানটা করবই। দেশে ফেরা এবং সাব্বির-টুটুল ভাইয়ের ব্যস্ততার কারণে লম্বা বিরতি। অবশেষে এবার সেই গানটি হলো। আমি খুবই কৃতজ্ঞ টুটুল ভাই এবং মীর সাব্বিরের কাছে এমন একটি সৃষ্টির অংশীদার হয়ে। কোনোরকম শর্ত ছাড়াই তারা আমাকে গানটি উপহার দিয়েছেন।’

‘মা আমার মা’ গানের কথা লিখেছেন সৈনিক। সুর-সংগীতায়োজন করেছেন এস আই টুটুল।

ইবরার টিপুর কম্পোজিশনে ২০০৬ সালে টি ডব্লিউ সৈনিকের প্রথম অ্যালবাম ‘তুমি আমার ঘুম’ প্রকাশ পায়। আর বাপ্পা মজুমদারের কম্পোজিশনে তার দ্বিতীয় ও সর্বশেষ অ্যালবাম ‘ঘুমের পর মেঘ’ প্রকাশিত হয় ২০১৫ সালে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়