ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে মিস ইউনিভার্স আন্দ্রেয়া

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৭ মে ২০২১   আপডেট: ১৯:২৫, ১৭ মে ২০২১
সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে মিস ইউনিভার্স আন্দ্রেয়া

আন্দ্রেয়া মেজা

সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন ৬৯তম মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা।৭৩ জন প্রতিযোগীর সঙ্গে  লড়াইয়ের পর শেষ পর্যন্ত ২০২১ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (১৬ মে) ৬৯তম আসর বসেছিল ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে।  তিন ঘণ্টা ধরে টেলিভিশনে এই অনুষ্ঠান দেখানো হয়। সাবেক মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনঝি আন্দ্রেয়া মেজার মাথায় মুকুট পরিয়ে দেন। 

এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।

আন্দ্রেয়া মেজার পুরো নাম আলমা আন্দ্রেয়া মেজা কারমোনা। ২৬ বছরের এই তরুণীর জন্ম মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। তিন বোনের মধ্যে বড় আন্দ্রেয়া স্কুলের গণ্ডি পেরনোর পর চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন।

তিনি লিঙ্গ বৈষম্য এবং লিঙ্গ সহিংসতা নিয়ে কাজ করেছেন। ২০১৭ সালে গ্র্যাজুয়েশন করেন তিনি। ২০১৭ সালে তিনি মিস ওয়ার্ল্ড মেক্সিকো হন। এর পর ওই বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেক্সিকোর প্রতিনিধিত্ব করেছিলেন। ওই বছর মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ভারতের মানুসি চিল্লর। আন্দ্রেয়া দ্বিতীয় হয়েছিলেন।

ঢাকা/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়