ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘আব্বু সার্বক্ষণিক ঘুমের মধ্যে থাকেন’

প্রকাশিত: ১৪:০৭, ২৩ মে ২০২১   আপডেট: ১৪:০৮, ২৩ মে ২০২১
‘আব্বু সার্বক্ষণিক ঘুমের মধ্যে থাকেন’

ফারুক

কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক। গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে সহসাই দেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ফারুকের ছেলে রওশন জাহান পাঠান শরৎ।

ফারুকের বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে শরৎ বলেন, ‘আব্বু এখনো আগের মতোই আছেন। সার্বক্ষণিক ঘুমের মধ্যে থাকেন। মাঝে মধ্যে চোখ মেলে তাকান। অল্পস্বল্প কথা বলেন। মাঝে মধ্যে টেলিফোনে আব্বুর সঙ্গে কথা বলার সুযোগ হয়। তিনি আমাদের দুঃশ্চিন্তা করতে নিষেধ করেছেন। গুরুতর অসুস্থ হলেও আব্বুর চেতনাশক্তি বেশ ভালো। বিকল্প উপায়ে তরল খাবার দেওয়া হচ্ছে। আব্বুর শুভাকাঙ্ক্ষীদের কাছে রোগ মুক্তির জন্য দোয়া চাচ্ছি।’

দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিল রোগে ভুগছেন ফারুক। এর আগে কয়েক দফায় অসুস্থ হয়ে পড়েন তিনি। গত বছরের নভেম্বরে করোনায়ও আক্রান্ত হয়েছিলেন। করোনামুক্ত হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়