ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমাকে থাপ্পড় মেরেছে: রুদ্রনীল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৮ মে ২০২১   আপডেট: ১৮:০৩, ২৮ মে ২০২১
আমাকে থাপ্পড় মেরেছে: রুদ্রনীল

রুদ্রনীল ঘোষ

কলকাতার ভবানীপুরে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণবিতরণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা ও টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। শুক্রবার (২৮ মে) এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন এই অভিনেতা।

শুক্রবারের (২৮ মে) ঘটনা বর্ণনা করে ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে রুদ্রনীল ঘোষ বলেন—‘আমি কয়েকজনকে নিয়ে ত্রাণবিলির কাজ করছিলাম। প্রায় ৩০০ পরিবারকে ত্রাণ দেওয়ার পর ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিং দলবল নিয়ে আমার উপরে হামলা করে। আমাকে চড়-থাপ্পড় মারতে থাকে। আমার সঙ্গীদেরও মারধর করেছে। ত্রাণের গাড়িও আটকে রাখার চেষ্টা করে।’

আরো পড়ুন:

তবে রুদ্রনীলের বক্তব্য একেবারেই সত্যি নয়। তার উপর কেউই হামলা করেনি। অভিযুক্ত বাবলু বলেন, ‘রুদ্রনীলকে শুধু প্রশ্ন করেছিলাম, ত্রাণবিলির প্রশাসনিক অনুমতি আছে কিনা? তাতেই উনি রেগে যান। একটু কথা কাটাকাটি হয়। এইটুকুই।’ তৃণমূলের প্রথমসারির এক নেতার ভাষায়—‘উনি (রুদ্রনীল) তো অভিনেতা। ভোটে হেরে গিয়ে এখন অভিনয়ের আশ্রয় নিয়েছেন! শুধু শুধু কেন উনাকে চড় মারতে যাবে?’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বিজেপির প্রার্থী হয়ে হেরে যান রুদ্রনীল ঘোষ। এ আসনে বিধায়ক নির্বাচিত হয়েছেন তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়