ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাদ বললেন ‘এই অর্জন আমার টিমের’

প্রকাশিত: ১৬:০৯, ৮ জুন ২০২১   আপডেট: ১৬:২৬, ৮ জুন ২০২১
সাদ বললেন ‘এই অর্জন আমার টিমের’

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে বাংলাদেশের সিনেমা- গত ৩ জুন খবরটি প্রকাশিত হলে শুরু হয় অভিনন্দন জানানোর পালা। কিন্তু যার হাত ধরে এই অর্জন তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। ছবিটি কানে নির্বাচিত হওয়ার পাঁচদিন পর আজ (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাদ জানান, তিনি খুশি হয়েছেন ও সম্মানিতবোধ করছেন। বিবৃতিতে ‘এই অর্জন পুরোপুরি আমার টিমের’ বলে মন্তব্য করেছেন তিনি।

বিবৃতিতে সাদ আরো জানান, কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ‘রেহানা মরিয়ম নূর’ আমন্ত্রিত হওয়ায় তিনি আনন্দিত এবং সম্মানিত। তিনি বলেন, ‘এই অর্জন পুরোপুরি আমার টিমের। তাঁরা সবাই মিলে অমানসিক কষ্ট করেছেন এবং সর্বোচ্চটা দিয়েছেন। আমি কৃতজ্ঞ এই মেধাবী টিম এবং আমার খুব সেনসিটিভ অভিনয়শিল্পীদের কাছে।’ 

এদের ছাড়া সাদ কখনো এতটুকু আসতে পারতেন না বলেও জানান। এরপরই তিনি নিজের সিনেমার গল্প প্রসঙ্গে বলেন,  ‘মধ্যবিত্ত পরিবারে অনেক ভাইবোনের মধ্যে আমি বেড়ে উঠেছি। আমার চিন্তাভাবনায় তাদের প্রভাব রয়েছে। বিশেষ করে আমার বড় তিন বোনের। রেহানাকে নিয়ে লিখতে শুরু করি সম্ভবত সে রকম একটা জায়গা থেকেই। একটু একটু করে রেহানাকে নিয়ে নিজেকে প্রশ্ন করতে শুরু করি। তার ভেতরের ক্ষোভ আর অবিশ্বাস নিয়ে ভাবি। তার ভেতরের কমপ্লেক্সিটি এবং কনট্রাডিক্টরি আচরণ বোঝার চেষ্টা করি। রেহানা কী চায় এবং কেন চায়, এটা নিয়ে লিখতে লিখতে ক্রমে আরও প্রশ্ন বের হয়ে আসতে শুরু করে। শেষ পর্যন্ত ওই প্রশ্নগুলোই আমাকে ইন্সপায়ার করে ছবিটা করতে।’

আগামী ৬ জুলাই ফ্রান্সের কানে বসবে উৎসবের ৭৪তম আসর। কান-এর অফিসিয়াল সিলেকশনে স্থান করে নিয়েছে বাংলাদেশ। আর এটি সম্ভব হয়েছে সাদ-এর চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’-এর কারণে। উৎসবের ‘আঁ সেত্রাঁ রিগা’  বিভাগে সিনেমাটি নির্বাচিত হয়েছে। এতে ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের সংসার ও কর্মজীবনের নানা জটিলতার গল্প তুলে ধরা হয়েছে।
 

রাহাত সাইফুল/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়