ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বেকার’ বলায় শাহরুখের উত্তর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৬ জুন ২০২১   আপডেট: ১১:৩৫, ২৬ জুন ২০২১
‘বেকার’ বলায় শাহরুখের উত্তর

বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে তার ২৯ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই পথচলায় ভক্তদের পাশে থাকার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা।

এদিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সঙ্গে এক প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন বলিউড ‘কিং খান’। ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এই সময় এক অনুসারী তাকে প্রশ্ন করেন, ‘আমাদের মতো আপনিও বেকার হয়ে গেলেন নাকি?’ জবাবে শাহরুখ বিদ্রূপ করে লেখেন, ‘যারা কিছুই করেন না, তারা…’। মূলত, যাদের কোনো কাজ নেই তারাই এ ধরনের টুইট করে সেটিই উত্তরে বোঝাতে চেয়েছেন শাহরুখ।

আরো পড়ুন:

‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে শাহরুখের পথচলা শুরু। এরপর অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ দর্শকের ভালোবাসা ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার।

শাহরুখের সর্বশেষ সিনেমা ‘জিরো’ মুক্তি পেয়েছে ২০১৮ সালের ডিসেম্বরে। এরপর থেকে স্বেচ্ছ্বায় বিরতিতে ছিলেন তিনি। বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেতা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়