Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৮ রবিউস সানি ১৪৪৩

আমিরের ডিভোর্স, কঙ্গনার প্রশ্ন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৫ জুলাই ২০২১  
আমিরের ডিভোর্স, কঙ্গনার প্রশ্ন

বলিউড সুপারস্টার আমির খান। নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই অভিনেতা। গত ৩ জুলাই, এ বিষয়ে যৌথ এক বিবৃতিও দিয়েছেন আমির ও কিরণ।

আমির-কিরণ রাওয়ের ডিভোর্স নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। একটি পরিসংখ‌্যান উল্লেখ করে কঙ্গনা লিখেছেন, ‘একসময় পাঞ্জাবের বেশিরভাগ পরিবারে এক ছেলেকে হিন্দু, অন্য ছেলেকে শিখ করার প্রথা ছিল। হিন্দু-মুসলমান বা শিখ-মুসলমানদের মধ্যে এ জাতীয় প্রবণতা দেখা যায়নি।’

আমির খানের বিবাহবিচ্ছেদের বিষয়টি স্মরণ করে কঙ্গনা লিখেছেন, ‘আমির খান স্যারের দ্বিতীয় বিবাহবিচ্ছেদের পর ভাবছি, বিয়ের পর বাচ্চারা সবসময়ই কেন মুসলমান হিসেবে পরিচিতি পায়। একজন হিন্দু নারী বিয়ের পর কেন হিন্দু ধর্মের অনুসারী থাকতে পারেন না? সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও এটি পরিবর্তন করা উচিত।’

প্রশ্ন ছুড়ে দিয়ে কঙ্গনা রাণৌত লিখেন, ‘হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, এবং নাস্তিকরা যদি এক পরিবারে একসঙ্গে থাকতে পারেন, তবে মুসলমানরা কেন নয়? মুসলমানকে বিয়ে করার জন্য কেন ধর্ম পরিবর্তন করতে হবে?’

‘লগান’ সিনেমার সেটে আমির খান ও কিরণ রাওয়ের পরিচয়। এই সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। পরবর্তী সময়ে আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে এই অভিনেতার ডিভোর্স হলে কিরণের সঙ্গে বন্ধুত্ব হয়। পরবর্তীতে তা প্রেমে রূপ নেয়। ২০০৫ সালে বিয়ে করেন এই জুটি। আমির-কিরণের একমাত্র সন্তান আজাদ রাও খান। ডিভোর্স হলেও সন্তানের দেখাশোনার দায়িত্ব দু’জনই নেবেন বলে জানিয়েছেন তারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়