ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈদে দীপু হাজরার ৪ নাটক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৭ জুলাই ২০২১  
ঈদে দীপু হাজরার ৪ নাটক

নাট্যনির্মাতা দীপু হাজরা প্রতিবারের মতো এবারো ঈদ উপলক্ষে নির্মাণ করেছেন ৪টি নাটক। যার মধ্যে একটি ৭ পর্বের ধারাবাহিক ও বাকি ৩টি একক নাটক।

‘মোঘল ফেমিলি’ ধারাবাহিকটি প্রচার হবে বাংলা ভিশনে ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিটে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মৌসুমী হামিদ, শাহনাজ খুশী, আরফান আহমেদ, ফারজানা চুমকি প্রমুখ। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস।

ঈদের দ্বিতীয় দিন গাজী টিভিতে রাত ৯টায় প্রচার হবে ‘গেম অব লাইফ’ নাটকটি। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, মীর শহীদ প্রমুখ। ঈদের ৪র্থ দিন গাজী টিভিতে রাত ৯টায় প্রচার হবে ‘মেনু কার্ড’ নাটকটি। এটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ইলোরা গহর, সালাহ খানম নাদিয়া, ফখরুল বাশার, পারভেজ আক্তার, সুজিত বিশ্বাস, শাইশা শাহের, আল্পনা ফারিয়া, দীপ প্রমুখ।

ঈদুল আজহার সপ্তম দিন রাত ১১টায় প্রচার হবে ‘পরাণের মানুষ’ নাটকটি। রচনা করেছেন মাসুম শাহরিয়ার। অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, রাশেদা রাখী, বৈদ্যনাথ সাহা, এইচএম সুমন প্রমুখ।

নাটকগুলো নিয়ে আশাবাদ ব‌্যক্ত করে নিমার্তা দীপু হাজরা বলেন, ‘প্রতিটি নাটকের গল্প, প্রেক্ষাপট, লোকেশন, চরিত্র নির্বাচন করার ক্ষেত্রে ভিন্নতা রাখার চেষ্টা করেছি। আশা করি, এই ঈদে দর্শকরা ভালো কিছু দেখতে পাবেন।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়