Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০৪ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ২০ ১৪২৮ ||  ২৩ জিলহজ ১৪৪২

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে সোনমের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২২ জুলাই ২০২১   আপডেট: ১১:১০, ২২ জুলাই ২০২১
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে সোনমের প্রতিক্রিয়া

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। করোনা মহমারির এই সময়ে বেশ কিছুদিন স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে ছিলেন। সম্প্রতি ভারতে ফিরেছেন এই নায়িকা।

কিন্তু ভারতে পা রাখতেই সোনমকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুম্বাই বিমানবন্দরে তোলা  ‘নীরজা’খ্যাত এই অভিনেত্রীর ছবি দেখে নেটিজেনদের অনেকেই ধারণা করেন— সোনম অন্তঃসত্ত্বা।

তবে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন সোনম। যদিও সরাসারি কোনো মন্তব্য করেননি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে পরোক্ষভাবে তাকে ঘিরে জল্পনার অবসান ঘটিয়েছেন।

বুধবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করে সোনম লিখেছেন, ‘পিরিয়ডের প্রথম দিনে গরম পানির বোতল এবং সঙ্গে আদা চা।’

সোনমের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জয়া ফ্যাক্টর’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। গত বছর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘একে ভার্সেস একে’ ওয়েব সিরিজে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ব্লাইন্ড’র শুটিং নিয়ে ব্যস্ত সোনম।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়