ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিয়ারাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রেমিক সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৩১ জুলাই ২০২১   আপডেট: ১৬:০৫, ৩১ জুলাই ২০২১
কিয়ারাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রেমিক সিদ্ধার্থ

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে অনেকদিন থেকেই তার প্রেমের গুঞ্জন উড়ছে।

৩১ জুলাই কিয়ারার জন্মদিন। প্রেমিকার বিশেষ এই দিনে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধার্থ। ইনস্টগ্রাম স্টোরিতে তাদের পরবর্তী সিনেমা শেরশাহ’র সেটের একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন কি। তোমার সঙ্গে শেরশাহ’র পথচলা অনেক সুন্দর ছিল। এই ছবির পেছনে অনেক স্মৃতি রয়েছে। সবসময় ভালো থাকো। অনেক ভালোবাসা।’

আরো পড়ুন:

শেরশাহ’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিদ্ধার্থ-কিয়ারা। এতে ভারতের পরমবীর চক্র পুরস্কার জয়ী ক্যাপটেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। তার বাগদত্তা ডিম্পল চীমার চরিত্রে পর্দায় হাজির হবেন কিয়ারা।

এটি ছাড়াও ‘ভুল ভুলাইয়া টু’, ‘যুগ যুগ জিও’ ও রাম চরণ অভিনীত একটি সিনেমায় অভিনয় করছেন কিয়ারা। অন্যদিকে, ‘শেরশাহ’ ছাড়া ‘থ্যাংক গড’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়