ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা-বাবার বিচ্ছেদ নিয়ে যা বললেন সারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ৬ আগস্ট ২০২১   আপডেট: ১১:৩৩, ৬ আগস্ট ২০২১
মা-বাবার বিচ্ছেদ নিয়ে যা বললেন সারা

বলিউড অভিনেত্রী সারা আলী খান। অল্প সময়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ তিনি।

সারার আরেক পরিচয় তিনি অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে। ভালোবেসে ১৯৯১ সালে বিয়ে করেন সাইফ-অমৃতা। কিন্তু ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

আরো পড়ুন:

সারা আলী খান বলেন, ‘আমি এখন আমার মায়ের সঙ্গে থাকি। মা আমার প্রিয় বন্ধু। বাবাকে যখন দরকার হয় তখন ফোনে পাই, প্রয়োজনে দেখাও করতে পারি।’

মা-বাবার বিচ্ছেদ নিয়ে ‘কেদারনাথ’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘তারা একসঙ্গে সুখী ছিলেন না। আর সেই কারণে বিচ্ছেদই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল।’

অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী কারিনা কাপুরের প্রেমে পড়েন সাইফ। ২০১২ সালে বিয়ে করেন তারা। এই দম্পতিরও দুই সন্তান। বড় ছেলে তৈমুর আলী খানের জন্ম ২০১৬ সালে। চলতি বছর ফেব্রুয়ারিতে সাইফ-কারিনার দ্বিতীয় ছেলে জেহ পৃথিবীতে এসেছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়