ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রিয়াঙ্কার কাছে থেকে কেনা বিলাসবহুল বাড়ির ঝলক দেখালেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২৪ আগস্ট ২০২১   আপডেট: ১৭:১০, ২৪ আগস্ট ২০২১
প্রিয়াঙ্কার কাছে থেকে কেনা বিলাসবহুল বাড়ির ঝলক দেখালেন জ্যাকলিন

মুম্বাইয়ের জুহু এলাকায় নতুন বাসায় উঠেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সমুদ্রের কাছে কর্মযোগ বিল্ডিংয়ে এখন তার নতুন ঠিকানা। শ্রীলঙ্কান এই অভিনেত্রী যে বাড়িতে সংসার পেতেছেন, তাতে আগে থাকতেন প্রিয়াঙ্কা চোপড়া। বাড়িটি ৭ কোটি রুপিতে কেনার পর নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন। সেই বাড়ির একঝলক ভক্তদের দেখালেন জ্যাকলিন।

বিলাসবহুল এই বাড়ির অন্দরমহলের একঝলক জ্যাকলিন একটি ভ্লগে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়—খোলামেলা সিটিং এবং ডাইনিং রুম। তাতে প্রিয় পোষ্যর সঙ্গে আনন্দে মেতেছেন তিনি। এরপর ছুটে যান ব্যালকুনিতে। খোলামেলা বারান্দা জুড়ে সবুজের বাহার। সেখানে পুদিনা, লেটুস, সুইস চার্ড, বোক চয় থেকে নানা প্রজাতির গাছ রেখেছেন এই নায়িকা। তা তোলে সালাদ তৈরি করেও দেখান তিনি।

আরো পড়ুন:

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকলিন এই ফ্ল্যাট সাত কোটি রুপি দিয়ে কিনেছেন। জানা গেছে, তার নতুন অভিজাত এই ফ্ল্যাটে পাঁচটি বেড রুম, একটি বিশাল হলঘর এবং একটি সুন্দর বারান্দা আছে। এই ফ্ল্যাট থেকে আরব সাগরের সৌন্দর্যও উপভোগ করা যায়।

২০১৮ সালে মার্কিন পপ গায়িকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা। তার পূর্ব পর্যন্ত এই বাড়িতে বসবাস করেছেন এই অভিনেত্রী।

ভিডিও দেখতে ক্লিক করুন

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়