ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে সায়রা বানু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:৫১, ১ সেপ্টেম্বর ২০২১
হাসপাতালে সায়রা বানু

প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী ও বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন সায়রা বানু। এরপর তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (১ সেপ্টেম্বর) তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়।

আরো পড়ুন:

সায়রা বানুর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ছোট বেলা থেকেই দিলীপ কুমারের ভক্ত ছিলেন সায়রা বানু। ‘ঝুক গায়া আসমান’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দিলীপ কুমার। বিয়ের সময় এই অভিনেতার বয়স ছিল ৪৪, অন্যদিকে সায়রা বানুর ২২ বছর।

গত ৭ জুলাই না ফেরার দেশে চলে যান কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুর আগে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলিউডের ট্র্যাজিডি কিং। স্বামীর পাশে থেকে তার সেবা করেছেন সায়রা বানু। শেষ সময়েও হাসপাতালে দিলীপ কুমারের পাশে ছিলেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়