Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৯ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৫ ১৪২৮ ||  ২১ রবিউস সানি ১৪৪৩

দিলীপ কুমারের জন্য লাল গালিচা বিছিয়ে দেন শাহরুখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৯ জুলাই ২০২১  
দিলীপ কুমারের জন্য লাল গালিচা বিছিয়ে দেন শাহরুখ

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তারকাদের তারকা ছিলেন তিনি। সদ্য প্রয়াত এই অভিনেতাকে বেশ শ্রদ্ধা করতেন অভিনেতা শাহরুখ খান। এক অনুষ্ঠানে তার জন্য লাল গালিচাও বিছিয়ে দেন তিনি।

পুরোনো এক ভিডিওতে দেখা যায়, সস্ত্রীক পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসেন দিলীপ কুমার। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শাহরুখ। বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত এই অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নিজে লাল গালিচা বিছিয়ে দেন কিং খান।

শাহরুখকে নিজের সন্তান মনে করতেন দিলীপ কুমার ও তার স্ত্রী সায়রা বানু। এমনকি দিলীপ কুমার অসুস্থ থাকা অবস্থায় নিয়মিত খোঁজ রাখতেন বলিউড বাদশা। ‘মুঘল-ই-আজম’ সিনেমাখ্যাত এই অভিনেতার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান তার বাড়িতে। সায়রা বানুকে সান্ত্বনা দেন তিনি।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যায় সম্প্রতি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন। বুধবার (৭ জুলাই) সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৮ বছর বয়সী এই অভিনেতা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়