ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘হেরে যাবার গল্প’ বলবেন শ‌্যামল-মারিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৭ অক্টোবর ২০২১  
‘হেরে যাবার গল্প’ বলবেন শ‌্যামল-মারিয়া

ভারতের ওটিটি প্ল‌্যাটফর্ম জি-ফাইভের জন্য নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’। এটি নির্মাণ করেছেন নির্মাতা মেহেদি হাসান জনি। টেলিভিশন কিংবা ইউটিউবে বহু নাটক নির্মাণ করে প্রশংসা পেলেও ওটিটির জন্য এটাই তার প্রথম কাজ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ফিল্মটি মুক্তি পেয়েছে জি-ফাইভে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও মারিয়া নূর। এছাড়াও অভিনয় করেছেন—সাবেরি আলম, সামিরা খান মাহি, লিউনা লুভাইনা, হৃদয় আমিন প্রমুখ।

নির্মাতা মেহেদি হাসান জনি বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করেছি আমার নির্মাণের মধ্য দিয়ে দর্শকদের নতুন কিছু দেওয়ার। ওটিটির জন্য এটা আমার প্রথম কাজ, তাই সর্বোচ্চ চেষ্টা করেছি সেরাটা দেওয়ার। একটি সুন্দর গল্পকে সুন্দরভাবে দর্শকের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি, দর্শকের কাজটি ভালো লাগবে। কাজটি দেখার পর সবার কেমন লাগলো তা জানার অপেক্ষায় থাকবো।’

পরিচালক জনি ও শ‌্যামল মাওলার সঙ্গে এটিই মারিয়া নূরের প্রথম কাজ। স্বাভাবিকভাবেই কাজটি মারিয়ার কাছে বিশেষ। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন—‘খুবই সুন্দর ও চমৎকার একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। হেরে যাবার গল্প নাম হলেও, এটা আসলে বাঁচতে শিখার গল্প। আমরা হয়তো বা অনেকেই এক সময় জীবনের হাল ছেড়ে দিই, মনে হয় বেঁচে থাকার কোনো অর্থ নেই। কিন্তু আমাদের মাঝেই অনেকে আছেন যারা জীবনের শত কষ্টের মাঝেও হাসিমুখে বাঁচতে জানেন। অন্যদেরকেও বাঁচতে শেখায়। এ রকম একটা গল্প থেকে দর্শকরা নতুন কিছু শিখতে পারবেন বলে মনে করি। আশা করি, সবার কাছে ভালো লাগবে।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়