Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৬ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১ ১৪২৮ ||  ০৮ রবিউল আউয়াল ১৪৪৩

সবাই দ্বিধা নিয়ে তাকায়: পূজা চেরি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১৪ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:০৪, ১৪ অক্টোবর ২০২১
সবাই দ্বিধা নিয়ে তাকায়: পূজা চেরি

নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের তালে মেতে উঠেছে প্রতিটি পূজামণ্ডপ। দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে শোবিজ অঙ্গনের তারকারাও।

হালের ক্রেজ পূজা চেরি শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করলেও পূজার আনন্দ তাকেও ছুঁয়েছে। এ সময় তিনি সাধারণত শুটিং করেন না।

জামালপুরে গত কিছুদিন ধরেই ‘গলুই’ সিনেমার শুটিং করছিলেন পূজা চেরি। পূজার আনন্দ উপভোগ করতে গত ১০ অক্টোবর ঢাকা ফেরেন তিনি। এরপর পরিবারের জন্য কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন। পুরান ঢাকার বিখ্যাত শাঁখারী বাজারের পূজা মণ্ডপে গিয়েছিলেন বলে তিনি রাইজিংবিডিকে জানান। আজ বনানী পূজা মণ্ডপে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এ ছাড়া ঢাকেশ্বরী মন্দিরেও তিনি যাবেন বলে জানা গেছে।

এ দিকে নায়িকা হওয়ার কারণে ঘুরতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখী হতে হচ্ছে তাকে। এমন অভিজ্ঞতার কথা জানিয়ে পূজা বলেন, ‘নায়িকা হওয়ার পরও পূজা মণ্ডপে ঘুরতে বের হয়েছি। মানুষ দেখে প্রথমে একটু দ্বিধায় পড়ে যায়- এটা কি পূজা? এরপর নিশ্চিত হলে সেলফি তুলতে এগিয়ে আসে।’

সাধারণত পূজায় বাড়িতে থাকেন তিনি। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমাদের বাড়িতে পূজার অনেক বড় আয়োজন হয়। পূজার সময় দেবীর সামনে বসে থাকতে, দেবী দেখতে ভালো লাগে। এখন বাড়িতে গেলে গ্রামের যত মানুষ আছে সবাই আমাকে দেখতে চলে আসে। সবার সঙ্গে দেখা করি। অনেকেই সেলফি তোলে। ভীষণ ভালো লাগার অভিজ্ঞতা।’

দশমীর পর পুনরায় শুটিংয়ে ফিরবেন পূজা চেরি। এ ছাড়া তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই সেসব সিনেমা মুক্তি পাবে বলে জানান পূজা।

ঢাকা/তারা

সর্বশেষ