ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমনির একদিনের ছুটি

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২১ অক্টোবর ২০২১   আপডেট: ১২:৪২, ২২ অক্টোবর ২০২১
পরীমনির একদিনের ছুটি

হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনি সব কিছুতেই ভিন্নতা পছন্দ করেন। ব্যক্তিজীবনেও তিনি বিষয়টি মেনে চলেন। যে কারণে তার যে কোনো উদযাপন হয় ভিন্নধর্মী এবং প্রশংসিত।

ক’দিন পরেই এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনটিতে তিনি নানা ধরনের আয়োজন করেন। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না।

আগামী ২৪ অক্টোবর পরীমনি ঘটা করে জন্মদিন পালন করবেন। দিনটি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও চলচ্চিত্রের মানুষদের সঙ্গে কাটাবেন তিনি। পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার শুটিং করছেন। একটানা শুটিং শিডিউল রয়েছে তার। তবে জন্মদিনে একদিনের ছুটি নেবেন বলে রাইজিংবিডিকে জানান এই লাস্যময়ী নায়িকা।

পরীমনি বলেন, ‘বার্থডে বলে কথা! একদিনের ছুটি আমার চাই। ২৪ তারিখের পরে আবার শুটিংয়ে অংশ নেব।’ 

অতীতের মতো এবারও জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করবেন পরীমনি। এই আয়োজনে এবারও একটি রঙের থিম ব্যবহার করবেন তিনি। আমন্ত্রিত অতিথিরা সেই রঙের ড্রেসকোড মেনে জন্মদিনের অনুষ্ঠানে আসবেন। এবার লাল অথবা সাদা রঙের পোশাক পরে আসতে হবে বলে জানান পরীমনি। 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়